Beetroot Serum: বিটরুট ও গাজর দিয়ে বাড়িতেই বানান দুর্দান্ত সিরাম, জানুন উপায়

Homemade Serum: ত্বকের জন্য ভীষণই উপকারী বিটরুট ও শরীর। বিটরুটে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের হাজার সমস্যা দূর করে। আর এই দুই উপাদান দিয়ে তৈরি সিরাম, ত্বকে আলাদাই জেল্লা এনে দেয়। এছাড়া এতে, ত্বকের পিএইচ মাত্রাও বজায় থাকে ও দূর হয় পিগমেন্টেশনের সমস্যাও।

Beetroot Serum: বিটরুট ও গাজর দিয়ে বাড়িতেই বানান দুর্দান্ত সিরাম, জানুন উপায়
ফেস সিরাম

| Edited By: Sneha Sengupta

Sep 20, 2023 | 1:20 PM

পরিবর্তনশীল ঋতুতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। সঠিক যত্নের অভাবে ত্বকের আর্দ্রতা চলে যায়, শুষ্কতা সমস্যা দেখা দেয় ও মুখে কালো দাগ ছোপের সমস্যা হতে পারে। নানা নামীদামি পন্য ব্যবহার করেও কোনও সুরাহা মেলে না অনেকসময়ই। ত্বকের হাল ফেরাতে ফেস সিরাম ব্যবহার করা জরুরি। কারণ এই ধরনের সিরাম ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। তবে এর জন্য বাজার থেকে দামি সিরাম কেনার দরকার নেই। খুব সহজেই ঘরে তৈরি ফেস সিরাম ব্যবহার করতে পারেন। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল টিপস…

ত্বকের জন্য ভীষণই উপকারী বিটরুট ও শরীর। বিটরুটে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের হাজার সমস্যা দূর করে। আর এই দুই উপাদান দিয়ে তৈরি সিরাম ত্বকে আলাদাই জেল্লা এনে দেয়। এছাড়া এতে, ত্বকের পিএইচ মাত্রাও বজায়  থাকে ও দূর হয় পিগমেন্টেশনের সমস্যাও। এবার জানুন কীভাবে তৈরি করবেন এই বিশেষ সিরাম…

প্রথমেই জেনে নিন এই সিরাম তৈরি করতে কী-কী লাগবে…

উপকরণ:
একটি বিটরুট
একটি গাজর
বাদাম তেল
অলিভ অয়েল

ফেস সিরাম তৈরির পদ্ধতি:
প্রথমে অর্ধেক বিটরুট নিন, এর খোসা ছাড়িয়ে নিন। একই ভাবে গাজরের খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন। আপনি চাইলে এতে জবা ফুলের পাপড়িও দিতে পারেন। এবার সমপরিমাণ অলিভ অয়েল বা বাদাম তেল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। সামান্য় জল দিন। এবার মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। এবার ভাল করে ফুটিয়ে নিন মিশ্রণটি। একটি ছাঁকনির সাহায্যে এটিকে ছেঁকে নিন। সিরামটি
তৈরি হয়ে গেলে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। দিনে দু’থেকে তিনবার ব্যবহার করুন। ব্যবহার করার সময়, সর্বদা ঝাঁকিয়ে নিন এবং ড্রপারের সাহায্যে ব্যবহার করুন।