Homemade Conditioner: হাতের কাছের নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন হেয়ার কন্ডিশনার, জানুন উপায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 19, 2023 | 6:42 PM

Hair Conditioner: একটি বাটি নিন। এর মধ্যে এক কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার, এতে ৪ চামচ খাঁটি সর্ষের তেল নিন। এবার এতে এক থেকে দুই চামচ লেবুর রস মেশান। এবার এই তিনটি উপাদান, ভালো করে ফেটিয়ে নিন। যতক্ষণ না সবকিছু ভালোভাবে পেস্ট হচ্ছে, ততক্ষণ ফেটাতে থাকুন ।

Homemade Conditioner: হাতের কাছের নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন হেয়ার কন্ডিশনার, জানুন উপায়
হেয়ার কন্ডিশনার

Follow Us

ত্বকের পাশাপাশি চুলেরও বর্ষাকালে বিশেষ যত্ন প্রয়োজন। আর্দ্রতা এবং ঘামের কারণে,স্ক্যাল্পের ছিদ্রগুলি ব্লক হয়ে যায় যা চুলের গঠন এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে। ফলে শ্যাম্পু করার পর চুলকে নিস্তেজ ও শুষ্ক দেখায়। তাই চুলের প্রয়োজন কন্ডিশনারের। আজকাল বাজার চলতি বহু কন্ডিশনার পাওয়া যায়। কিন্তু তাতে নানা রাসায়নিক ব্যবহার করা হতে পারে, তাই এই ধরনের বাজার চলতি কন্ডিশনার না ব্যবহার করে, ঘরেই বানিয়ে নিন কন্ডিশনার। কী করে বানাবেন ভাবছেন তো? রইল উপায়…

এতে পয়সাও বাঁচবে। আর চুলও হবে মজবুত, ঘন ও স্বাস্থ্যজ্জ্বল। এই বিশেষ কন্ডিশনার বানাতে বেশি কিছুও লাগবে না। হাতের কাছেই নামমাত্র উপকরণ দিয়েই তৈরি হবে এটি। এই কন্ডিশনার বানাতে লাগবে টক দই, সর্ষের তেল এবং কয়েক ফোঁটা লেবুর রস। আসুন জেনে নেই কীভাবে এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন…

একটি বাটি নিন। এর মধ্যে এক কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার এতে ৪ চামচ খাঁটি সর্ষের তেল নিন। এবার এতে এক থেকে দুই চামচ লেবুর রস মেশান। এবার এই তিনটি উপাদান ভালো করে ফেটিয়ে নিন। যতক্ষণ না সবকিছু ভালোভাবে পেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকুন ।

এইভাবে ব্যবহার করুন:
চুলে এই কন্ডিশনার লাগানোর আগে চুল ভাল করে আঁচড়ে নিন। এবার চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। এরপর এই কন্ডিশনারটা চুলে লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে ভালভাবে পরিষ্কার করার পর তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে নিন।

কী উপকার পাবেন?

এই কন্ডিশনার আপনাকে চুল পড়ার সমস্যা থেকে বাঁচাবে। এছাড়া এতে চুল হবে মজবুত ও সুন্দর। শুধু তাই-ই নয়, স্ক্যাল্পকে সুস্থ রাখতেও সাহায্য করে এই কন্ডিশনার। তাই বাজার চলতি কন্ডিশনার ব্যবহার না করে এই কন্ডিশনার ব্যবহার করেই দেখুন। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।

Next Article