চুল নিয়ে নানা সমস্যা মানুষের লেগেই রয়েছে। আর যাঁদের কোঁকড়ানো চুল, তাঁদের তো আর কথাই নেই। কারণ কোঁকড়ানো চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন, কারণ সাধারণ চুলের থেকে কোঁচড়ানো চুলের সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়। তাই জেনে নিন কোঁকড়ানো চুলের যত্ন নিতে কী করবেন…আজকাল অনেকেই মাথায় তেল দিতে চান না। তবে চুলের কিন্তু তেলেরও প্রয়োজন হয়। অনেকেই হয়তো জানেন না যে মা কাকিমাদের সুন্দর, মজবুত চুলের রহস্য কিন্তু তেলই। আর কোঁকড়ানো চুলের বেশি প্রয়োজন হয় তেল। তাই জানতে হবে কোঁকড়ানো চুলের যত্নে কোন-কোন তেল ব্যবহার করলে কাজ হবে…
নারকেল তেল:
কোঁকড়া চুলের জন্য নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেল আপনার চুল নরম করে। রুক্ষ চুলের সমস্যা। এই তেলে আপনার চুল চকচকে থাকে। এই তেল মাথার ত্বককে সুস্থ রাখে।
বাদাম তেল:
কোঁকড়ানো চুলের জন্য বাদাম তেলও ব্যবহার করতে পারেন। বাদাম তেল আপনার চুলকে স্বাস্থ্যকর এবং সুন্দর করে তোলে।
ক্যাস্টর অয়েল:
কোঁকড়ানো চুলের জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এই তেল চুল রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। চুল দ্রুত বৃদ্ধি করে। এই তেল চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। ক্যাস্টর অয়েলও দ্রুত চুল পড়া কমায়। এছাড়া ক্যাস্টর অয়েল স্ক্যাল্পের সংক্রমণ থেকে চুলকে রক্ষা করতেও সাহায্য করে।
জোজোবা তেল:
চুলের জন্য জোজোবা তেলও ব্যবহার করতে পারেন। এটি চুলকে হাইড্রেটেড রাখে। জোজোবা তেল চুলকে শুষ্কতা থেকেও রক্ষা করে। এই তেল ব্যবহার করলে চুল নরম হয় ।
তিল তেল:
কোঁকড়ানো চুলের জন্যও তিলের তেলও খুব ভাল। এই তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য । এই তেল চুল মজবুত করে। এই তেল থেকে চুল পুষ্টি পায়। স্ক্যাল্পের স্বাস্থ্যের খেয়াল রাখতেও সাহায্য করে এই তেল।