Plum For Skin: ত্বকের হাজার সমস্যা মেটাতে একাই একশো প্লাম, জানুন ব্যবহার

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 01, 2023 | 12:18 PM

Plum: এর জন্য শসা গ্রেট করে নিন। এবার, এর রস প্লামের সঙ্গে মিশিয়ে নিন। এই দুটি জিনিস মিশিয়ে মুখে ও ঘাড়ে ভাল করে লাগান। এভাবে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে দেওয়ার পর, সাধারণ জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। প্লাম ও গোলাপ জল ত্বকের জন্য ভীষণই ভাল।

Plum For Skin: ত্বকের হাজার সমস্যা মেটাতে একাই একশো প্লাম, জানুন ব্যবহার
ত্বকের যত্নে প্লাম

Follow Us

প্লাম ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই ভাল। প্লাম ভিটামিন এ, সি, কে, B২, B১ এবং B১৩ এর মতো পুষ্টিতে ভরপুর। খনিজ ছাড়াও এতে আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। প্লাম ত্বকের জন্য । ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে প্লাম। শুধু তাই-ই নয়, ত্বকের কালো ছোপ তুলতেও সাহায্য করে এটি। কিন্তু এবার প্রশ্ন হল, ব্যবহার করবেন কীভাবে? আপনি চাইলে প্লামের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। যা সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাই জেনে নিন কীভাবে তৈরি করবেন…

প্লাম-এর প্যাক:

এজন্য প্রথমে ফলের খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে এর পাল্প নিন। পাল্প নিয়ে মুখে লাগিয়ে নিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন। সপ্তাহে ২ থেকে ৩ বার প্লাম এর তৈরি প্যাক ব্যবহার করতে পারেন।

প্লাম এবং মধু:
প্লাম এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। এর জন্য প্লামের পাল্পের পেস্টে ১ চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি ভাল করে মুখে লাগান। বরই এবং মধুর প্যাক সপ্তাহে দুবার ব্যবহার করলে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে।

শসা এবং প্লাম ব্যবহার:

এর জন্য শসা গ্রেট করে নিন। এবার এর রস প্লামের সঙ্গে মিশিয়ে নিন। এই দুটি জিনিস মিশিয়ে মুখে ও ঘাড়ে ভাল করে লাগান। এভাবে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে দেওয়ার পর, সাধারণ জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

প্লাম এবং গোলাপ জল:

প্লাম ও গোলাপ জল ত্বকের জন্য ভীষণই ভাল। ত্বক মসৃণ করতে ও ত্বকের দাগ তুলতে সাহায্য করে এই পেস্ট। এক্ষেত্রে গোলাজ জলের সঙ্গে প্লামের পাল্পের পেস্ট যোগ করুন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

প্লাম এবং দই:
একটি পাত্রে কিছুটা প্লামের পাল্প নিন। এতে ২ চামচ তাজা টকদই মেশান। এবার এই পেস্টটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে সাধারণ জল দিয়ে পরিষ্কার করুন। ফলপাবেন হাতেনাতে। ত্বকে আসবে সোনার জেল্লা।

Next Article