Strawberry For Skin: ত্বকে ম্যাজিক আনতে ব্যবহার করুন স্ট্রবেরি, কীভাবে ভাবছেন তো? রইল উপায়

Face Pack: কাঁচা দুধ এবং স্ট্রবেরি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে ২ চামচ কাঁচা দুধ নিন। এতে স্ট্রবেরি পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এর পর পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করতে পারেন।

Strawberry For Skin: ত্বকে ম্যাজিক আনতে ব্যবহার করুন স্ট্রবেরি, কীভাবে ভাবছেন তো? রইল উপায়
ত্বকের জন্য় স্ট্রবেরি

| Edited By: Sneha Sengupta

Sep 22, 2023 | 6:09 PM

সুস্বাদু হওয়ার পাশাপাশি স্ট্রবেরি খুব স্বাস্থ্যকরও। তবে শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও সমান জরুরি এই স্ট্রবেরি। ত্বকের পোর্স বা ছিদ্রের সমস্যা থেকে মুক্তি দেয় স্ট্রবেরি। এতে রয়েছে ভিটামিন সি, যা ত্বক পরিষ্কার করতে ও ব্রণ থেকে মুক্তি দিতে সাহায্য করে । এছাড়া এর পাশাপাশি ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে স্ট্রবেরি। তবে তার জন্য জানতে হবে সঠিক ব্যবহার। জানুন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন স্ট্রবেরি…

 

স্ট্রবেরি ফেস প্যাক:

একটি পাত্রে প্রায় ৫ টি স্ট্রবেরি ম্যাশ করুন। এবার তা হাতে নিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট পরে, পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য, সপ্তাহে ২ থেকে ৩ বার স্ট্রবেরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

বেরি ও লেবুর রসের ফেসপ্যাক:

একটি পাত্রে কমপক্ষে ৪ টি স্ট্রবেরি ম্যাশ করুন এবং এতে লেবুর রস যোগ করুন। লেবুর রস এবং স্ট্রবেরি পেস্ট ত্বকে কিছুক্ষণ রেখে দিন। কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

কাঁচা দুধ এবং স্ট্রবেরি:

কাঁচা দুধ এবং স্ট্রবেরি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে ২ চামচ কাঁচা দুধ নিন। এতে স্ট্রবেরি পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এর পর পরিষ্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। উজ্জ্বল ত্বকের জন্য, আপনি সপ্তাহে দুবার কাঁচা দুধ এবং স্ট্রবেরির প্যাক ব্যবহার করতে পারেন।

মধু এবং স্ট্রবেরি প্যাক:

একটি পাত্রে স্ট্রবেরিগুলো ভালো করে ম্যাশ করে নিন। এতে মধু মেশান। মধু ও স্ট্রবেরি প্যাক দিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর পরিষ্কার জল দিয়ে ত্বক পরিষ্কার করুন।

পেঁপে এবং স্ট্রবেরি প্যাক:

৫ টি স্ট্রবেরি ম্যাশ করুন। এতে পেঁপে যোগ করে একটি পেস্ট তৈরি করুন। পেঁপে ও স্ট্রবেরির প্যাক দিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর পর পরিষ্কার জল দিয়ে ভাল করে ত্বক পরিষ্কার করে নিন।