সাবান (Soap) বা বডি ওয়াশের (Body Wash) মধ্যে কোনটি বেছে নেবেন তা নিয়ে আজকাল বেশিরভাগ মানুষই বিভ্রান্ত। এই দুটি পণ্যের মধ্যে কোনটি আমাদের ত্বকের জন্য বেশি উপকারী হবে? কিছু লোক অত্যধিক সাবান ব্যবহার করে আবার অন্যরা সাবানের বিকল্প হিসাবে বডি ওয়াশকেই বেছে নিয়েছেন। তবে কোনটা ত্বকের জন্য বেশি ভাল, এ প্রশ্ন রয়েছে অনেকের মনেই। সাবান ও বডি ওয়াশ এই দুই জিনিসের কাজই এক। তা হল ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করা।
শুরু থেকে মানুষ সাবান ব্যবহার করে এলেও এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে বডি ওয়াশ ব্যবহার করেন। তবে আজও কিছু মানুষ সাবান ব্যবহার করেন। স্নান বা হাত ধোয়ার সময় শুধুমাত্র সাবান ব্যবহার করেন, এমন মানুষজনও রয়েছেন। সাবান ব্যবহারের একটি কারণ হল এর সুগন্ধ প্রবল, যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য সতেজ অনুভব করাতে পারে। কিন্তু অনেক সময় অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায়।
কারণ সাবানে সোডিয়াম লরিল সালফেট নামক একটি রাসায়নিক থাকে, যা আমাদের ত্বককে শুষ্ক করে তুলতে পারে। অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বকের জেল্লা দূর হয়ে যায়। এছাড়াও, সাবানকে স্বাস্থ্যকর হিসাবে বিবেচনা করা হয় না। কারণ এটি খোলা অবস্থায় থাকে, ফলে এটি ব্যাকটেরিয়া সংস্পর্শে আসতে পারে।
তাই বিশেষজ্ঞরা, বডি ওয়াশকেই বেশি উপকারী বলে মনে করেন।বডি ওয়াশের পিএইচ লেভেল সাবানের চেয়ে ভাল। এছাড়া এতে সাবানের চেয়েও বেশি ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে এটি ব্যবহার করলে ত্বক নরম ও সুন্দর হয়।
কখন বডি ওয়াশ ব্যবহার করবেন?
দিনে এক থেকে দু’বার স্নানের সময় বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি সোরিয়াসিস বা ব্রণের মতো কোনও ত্বকের সমস্যা থাকে তাহলে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে হালকা বডি ওয়াশও ব্যবহার করুন।