
চুল পড়া একটি সাধারণ সমস্যা। এর পিছনে থাকতে পারে অনেক কারণ। যেমন খারাপ খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং চুলের যত্ন না নেওয়া ইত্যাদি। শুধু রূপচর্চা করে এই সমস্যা ঠেকানো মুশকিল। তবে চুল পড়া রোধ করার জন্য আয়ুর্বেদে কিছু দুর্দান্ত প্রতিকার রয়েছে। এমন অনেক ভেষজ আছে যা চুলকে স্বাস্থ্যকর করতে সাহায্য করে। চুলের দ্রুত বৃদ্ধি ঘটিয়ে, চুল পড়া কমাতে এই সস্তা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক প্রতিকারগুলি ব্যবহার করতে পারেন। জানুন তার জন্য কী করতে হবে…
আমলা, রিঠা এবং শিকাকাই:
আমলা,রিঠা এবং শিকাকাই এই তিনটি উপাদান চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করে। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে চুলের জন্য ব্যবহার করা যেতে পারে। এগুলো চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে। আমলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চুল পড়া নিয়ন্ত্রণ করতে এবং চুলের কোষের খেয়াল রাখে। রিঠায় রয়েছে আয়রন, যাও চুলের কোষের বৃদ্ধিতে সাহায্য করে। শিকাকাই চুলের বৃদ্ধি ঘটায় ও চুল পড়াকে রোধ করে।
অ্যালোভেরা:
অ্যালোভেরা. ত্বক এবং চুলের অনেক সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। চুলে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি স্ক্যাল্পের খেয়াল রাখে । চুল ঘন এবং নরম করতে সাহায্য করে এটি। চুলের জন্য তাজা অ্যালোভেরা জেল বের করতে পারেন। হাতের তালুতে অ্যালোভেরা জেল নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগান। এতে চুল নরম ও চকচকে হবে।
ভৃঙ্গরাজ:
ভৃঙ্গরাজ অত্যন্ত উপকারী একটি ঔষধি গাছ। এটি অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করে। চুলের জন্যও ভীষণ ভাল ওষুধ এটি। চুল পড়া কমাতে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে এটি। শুধু তাই-ই নয়,চুল মজবুত করতে এবং খুশকি প্রতিরোধেও সাহায্য করে এই ভেষজ। চুল পাকতেও দেয় না এটি। ভৃঙ্গরাজ ব্যবহার করলে চুলের স্বাভাবিক রং বজায় থাকে। এক্ষেত্রে ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতে পারেন। এতে ভিটামিন ই রয়েছে যা চুলের জন্য অন্যতম সেরা ভিটামিন।