Homemade Wax: পার্লারে এক গাদা টাকা না খসিয়ে বাড়িতেই ওয়াক্সিং করুন, রইল উপায়

Waxing: ত্বক এক্সফ্লয়েট করতে সাহায্য করে চিনি। আর অন্যদিকে মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। আর লেবুতে রয়েছে ব্লিচিং বৈশিষ্ট। আর এই তিন উপাদান একসঙ্গে মিশলে দারুণ প্রাকৃতিক ওয়াক্স তৈরি হয়।

Homemade Wax: পার্লারে এক গাদা টাকা না খসিয়ে বাড়িতেই ওয়াক্সিং করুন, রইল উপায়
ঘরোয়া ওয়াক্স

| Edited By: Sneha Sengupta

Aug 14, 2023 | 5:42 PM

শরীরে লোম থাকা স্বাভাবিক। কিন্তু শরীরের বাহ্যিক সৌন্দর্যে ব্যাঘাত ঘটায় অবাঞ্চিত লোম। তাই অনেক মহিলাই ওয়াক্সিং করান। ওয়াক্সিং হল শরীর থেকে অবাঞ্চিত লোম তুলে ফেলা। এই ওয়াক্সিং-এর আবার বেশ কিছু ধরন রয়েছে থ্রেডিং, শেভিং। তবে বেশির ভাগ মহিলাই পিল অফ ওয়াক্সিং-ই বেশি করান।

এর জন্য তাঁদের ভরসা করতে হয় পার্লারের উপর। এতে টাকাও খসে আর বাজার চলতি ওয়াক্সে কৃত্রিম রাসায়নিক থাকতে পারে যা ত্বকের জন্য ক্ষতিকারক। তাই এসব ওয়াক্স ব্যবহার না করে ভরসা রাখুন ঘরোয়া ওয়াক্সে। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল উপায়…

চিনি, মধু ও লেবুর ওয়াক্স:
ত্বক এক্সফ্লয়েট করতে সাহায্য করে চিনি। আর অন্যদিকে মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। আর লেবুতে রয়েছে ব্লিচিং বৈশিষ্ট। আর এই তিন উপাদান একসঙ্গে মিশলে দারুণ প্রাকৃতিক ওয়াক্স তৈরি হয়। এই তিনটে উপাদান একসঙ্গে মেশান। দরকার পড়লে সামান্য জল মিশিয়ে নিন। এবার তা হালকা গরম করে ঠান্ডা করতে দিন। এবার যে স্থানে লোম রয়েছে সেখানে লাগিয়ে পরিষ্কার মোটা কাপড় বা ওয়াক্স স্ট্র্য়াপ দিয়ে লোমের বিপরীতে টানুন। দেখবেন সব লোম উঠে আসবে।

হলুদ ও কাঁচা পেঁপে:
হলুদের সঙ্গে কাঁচা পেঁপে মিশিয়ে ব্যবহার করলেও লোমের বৃদ্ধি কমে। পেঁপেতে রয়েছে প্যাপেইন ত্বক থেকে লোম উচ্ছেদ করতে সাহায্য করে। কাঁচা পেঁপে পেস্ট করে তাতে হলুদ মেশান। এবার পেস্টটি লোমের উপর লাগিয়ে ওয়াক্সিং স্ট্র্যাপ দিয়ে লোমের বিপরীতে টেনে তুলে নিন।