Glycerin For Skin: শুধু শীতেই নয়, গ্লিসারিন হোক সারা বছরের সঙ্গী, দূর হবে ত্বকের হাজার সমস্যা

Glycerin: ত্বকের চুলকানি, ব্যাকটেরিয়া এবং শুষ্কতা থেকে মুক্তি পেতে লেবু এবং গ্লিসারিনের সাহায্য নিতে পারেন। এর জন্য গ্লিসারিনে সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে হবে। এবং কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল ও দাগমুক্ত হবে।

Glycerin For Skin: শুধু শীতেই নয়, গ্লিসারিন হোক সারা বছরের সঙ্গী, দূর হবে ত্বকের হাজার সমস্যা
ত্বকের যত্নে গ্লিসারিন

| Edited By: Sneha Sengupta

Sep 11, 2023 | 2:34 PM

 

ঋতু যাই হোক না কেন ত্বকের যত্ন প্রয়োজন। কারণ উজ্জ্বল এবং সুন্দর ত্বক এমনি-এমনি পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে গ্লিসারিন। হ্যাঁ, ত্বকের যত্নে গ্লিসারিন ভীষণই উপকারী। তবে শুধু গ্লিসারিন ব্যবহার করলেই হবে না। এর জন্য কিছু প্রাকৃতিক জিনিসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে হবে। তাই আর দেরি না করে জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে…

গোলাপ জল এবং গ্লিসারিন-
গোলাপ জল এবং গ্লিসারিনের সাহায্যে আপনি ত্বকের শুষ্কতা থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগান এবং কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং মুখ উজ্জ্বল দেখাবে।

মুলতানি মাটি এবং গ্লিসারিন –
ত্বকের দাগ থেকে মুক্তি পেতে মুলতানি মাটি এবং গ্লিসারিন ব্যবহার করে দেখতে পারেন। এজন্য মুলতানি মাটিতে গ্লিসারিন মিশিয়ে মুখে লাগান এবং তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে।

মধু এবং গ্লিসারিন –
ত্বকের যত্নে আরও ব্য়বহার করতে পারেন মধু এবং গ্লিসারিন। এই উপাদান ব্রণর সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া এটি ব্যবহার করলে মুখের উজ্জ্বলতাও অটুট থাকে।

লেবু এবং গ্লিসারিন –
ত্বকের চুলকানি, ব্যাকটেরিয়া এবং শুষ্কতা থেকে মুক্তি পেতে লেবু এবং গ্লিসারিনের সাহায্য নিতে পারেন। এর জন্য গ্লিসারিনে সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে হবে। এবং কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল ও দাগমুক্ত হবে।

ত্বকের যত্নে গ্লিসারিনের উপকারিতা-

গ্লিসারিনকে ত্বকের সেরা ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে বিবেচনা করা হয়। নিয়মিত গ্লিসারিন ব্যবহার করে কেবল ত্বকের আর্দ্রতা বজায় থাকে এমনটা নয়, এর পাশাপাশি ব্রণ, ব্রণর দাগের সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।