
চুল পড়ার সমস্যায় ভোগেন কমবেশি অনেকেই। যতদিন যাচ্ছে মাথায় কমছে চুলের সংখ্যা। তাই আপনার চাই এমন কিছু যা চুলকে বাড়তি যত্ন দিতে পারে।
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে পুদিনা। শরীরের জন্য এর জুড়ি নেই। শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে পুদিনা। বিশেষত চুলের যত্নে অত্যন্ত কার্যকরী এই ভেষজ।
স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে ও চুলের বৃদ্ধিতেও সাহায্য করে পুদিনা। এছাড়াও চুল পড়া কমিয়ে, স্ক্যাল্পের জ্বালা যন্ত্রণা দূর করতেও সাহায্য করে এই পাতা। শুধু জানতে হবে সঠিক ব্যবহার। জানুন চুলের যত্নে কীভাবে কাজে লাগাবেন পুদিনা…
পুদিনা হেয়ার প্যাক:
প্রথমেই কয়েকটা পুদিনাপাতা মিহি করে পেস্ট করে নিন। এবার এতে দুই চামচ টক দই ও এক চামচ মধু মেশান। আরও মেশান এক চা চামচ অলিভ অয়েল। এবার মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে চুলে আলতোভাবে ম্য়াসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ভাল করে শ্যাম্পু করে নিন। যদি সুগন্ধ চান তবে এই মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও ব্য়বহার করতে পারেন।
কলা ও পুদিনা হেয়ার প্যাক:
পুদিনার পাশাপাশি কলাও চুলের জন্য় বেশ কার্যকরী। একটি পাকা কলা ও পুদিনা একসঙ্গে পেস্ট করে নিন। এবার তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। পেস্টি চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ও পুদিনা হেয়ার প্যাক:
শুধু ত্বকের জন্যই নয়, চুলের জন্যও ভীষণ ভাল পুদিনা। অ্যালোভেরার সঙ্গে পুদিনা পেস্ট করে নিন। এবার তাতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ফল পাবেন।
পুদিনা ও টক দই:
এছাড়া পুদিনার সঙ্গে টক দই মিশিয়ে মাখলেও কাজ হবে। পুদিনা পেস্ট করে নিয়ে তাতে দুই থেকে তিন চামচ টক দই মেশান। এবার মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে চুলে লাগিয়ে নিলেই কাজ শেষ।