
গরমে শুধু স্বাস্থ্যেরই নয়, ত্বকেরও দফারফা। রোদের (Sun) তাপে ত্বক পুড়ে দেখা দিচ্ছে কালো ছোপ সহ একাধিক সমস্যা। কাজ দিচ্ছে না সানস্ক্রিনও (Sunscreen)। বিউটি ওয়ার্ল্ডে সুনাম রয়েছে হাইলুরোনিক অ্যাসিডের (Hyaluronic Acid)। এই অ্যাসিডের গুণে দূর হয় ত্বকের একাধিক সমস্যা। ত্বকের আর্দ্রতা থেকে সান ড্যামেজ (Sun Damage) সব ধরনের সমস্য়া মোকাবিলা করে এই বিশেষ অ্য়াসিড। বাজার চলতি অনেক হাইলুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ও অয়েল পাওয়া যায়। চাইলেই ব্যববহার করতে পারেন। ব্যবহারের আগে জেনে নিন এর গুণাগুণ…
ত্বকের আর্দ্রতা ফেরায়:
ত্বক দু’ধরনের শুষ্ক ও তৈলাক্ত। শুষ্ক ত্বক মানেই আর্দ্রতার অভাব। এবং তা সারাবছরই। শুধু শীতকাল নয় গরমকালেও দেখা দেয় আর্দ্রতার সমস্য়া। হাইলুরোনিক অ্যাসিডে পর্যাপ্ত পরিমাণে জল উপস্থিত। যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। প্রতিদিনের রূপচর্চায় যোগ করুন এই হাইলুরোনিক অ্যাসিড। তাতে ত্বক আর্দ্র থাকবে ও ফিরবে জেল্লাও।
সান ড্যামেজ থেকে মুক্তি:
সূর্যকে ত্বকের শত্রু বলা চলে। সূর্যের তাপে বাড়ে ত্বকের বিভিন্ন সমস্যা। সূর্যের জন্য ত্বকে ক্ষত, সানবার্ন, হিট ব়্যাশের মতো সমস্যা দেখা দেয়। জানেন কি এই হাইলুরোনিক অ্যাসিডের গুণে দূর হয় এই ধরনের সমস্যা? ত্বকে নতুন কোষ সৃষ্টি করে যে কোনও ধরনের সান ড্যামেজ কে সারিয়ে তোলে হাইলুরোনিক অ্যাসিড। ত্বককে ময়েশ্চারাইজ করার মাধ্যমে সানবার্নের দাগও মেটাতে সাহায্য করে এই বিশেষ অ্যাসিড।
প্রদাহ রোধ করে:
হাইলুরোনিক অ্যাসিডে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট। যা ত্বককে বাহ্যিক ক্ষত থেকে রক্ষা করে। অনেকসময় দূষণ বা বাহ্যিক কোনও আঘাতের ফলে ত্বকের ক্ষতি হয়। এই বিশেষ অ্যাসিড ক্ষত মিটিয়ে ত্বককে প্রাণ জোগায়। ত্বকে অকাল বলিরেখার সমস্যা মেটাতেও সাহায্য করে।
সব ধরনের ত্বকের জন্যই হাইলুরোনিক অ্যাসিড আশীর্বাদের মতো কাজ করে। কোমল সুন্দক ত্বক পেতে নিয়মিত রূপচর্চার তালিকায় যোগ করুন এই হাইলুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম বা লোশন। দিনে দু’বার হাতের তালুতে অল্প পরিমাণে নিয়ে আলতো হাতে লাগিয়ে নিন। উপকার পাবেন।