Clove for Hair Care: খুশকি থেকে পাকা চুল দূর হবে লবঙ্গের গুণে, কীভাবে ব্যবহার করবেন এই মশলা?

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 16, 2023 | 11:15 AM

Clove Benefits for Hair: দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধূমপান, মানসিক চাপ, অনিদ্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে দেহে ফ্রি র‍্যাডিকেল উৎপন্ন হয় এবং অক্সিডেটিভ চাপ তৈরি হয়। এতে চুলের মারাত্মক ক্ষতি হয়। এসব সমস্যা থেকে আপনাকে রক্ষা করে লবঙ্গ।

Clove for Hair Care: খুশকি থেকে পাকা চুল দূর হবে লবঙ্গের গুণে, কীভাবে ব্যবহার করবেন এই মশলা?

Follow Us

চুলের দেখভাল করতে বেশির ভাগ মানুষ জোর দেন শ্যাম্পু-কন্ডিশনারের উপর। কিন্তু অনেক সময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। সাধারণত চুলের যত্নে নারকেল তেল, জবা গাছের পাতা, ভৃঙ্গরাজ, মেথি, আমলকির মতো উপাদান ব্যবহার করা হয়। এগুলো চুলের সমস্যা কমায় এবং মজবুত ও সুন্দর চুল গঠনে সাহায্য করে। এসব উপাদানের পাশাপাশি কখনও লবঙ্গের জল ব্যবহার করেছেন? চুলের যত্নে দারুণ উপযোগী লবঙ্গের জল। স্ক্যাল্পের সংক্রমণ, চুল পড়ার মতো সমস্যা দূর করে লবঙ্গের জল। লবঙ্গের জলের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে। এটি চুলের ফলিকলকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। লবঙ্গ স্ক্যাল্পকে খুশকি ও অন্যান্য সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এতে চুল পড়ার সমস্যাও দূর হয়।

দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধূমপান, মানসিক চাপ, অনিদ্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে দেহে ফ্রি র‍্যাডিকেল উৎপন্ন হয় এবং অক্সিডেটিভ চাপ তৈরি হয়। এতে চুলের মারাত্মক ক্ষতি হয়। এসব সমস্যা থেকে আপনাকে রক্ষা করে লবঙ্গের জল। লবঙ্গের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটি অক্সিডেটিভ চাপ কমিয়ে চুল পড়া কমায়। এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, স্ক্যাল্পে তেল উৎপাদন কমায় এবং খুশকি, চুলকানির মতো সমস্যাকে দূরে রাখে। এছাড়া পাকা চুলের সমস্যাকেও দূরে রাখে লবঙ্গের জল। অক্সিডেটিভ চাপ চুলের মেলানিন উৎপাদন কমিয়ে দেয়। এতে পাকা চুলের সমস্যা বাড়ে। লবঙ্গের জল ব্যবহার করলে, হেয়ার কালার ছাড়াই আপনি পাকা চুলের সমস্যাকে দূর করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন লবঙ্গের জল?

প্রথমে লবঙ্গের জল বানিয়ে নিন। প্রথম জল গরম বসান। তার মধ্যে লবঙ্গ দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এই লবঙ্গের জল তৈরি করে রেখে দিন। ২ চামচ রিঠা গুঁড়োর সঙ্গে ৩-৪ চামচ লবঙ্গের জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। ৫ মিনিট রেখে দিন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। রিঠার সঙ্গে লবঙ্গের জল ব্যবহার করলে, এটি চুলে শ্যাম্পুর কাজ করে।

চুলের ফ্রিজিনেস কমাতে লবঙ্গের জলের কন্ডিশনার ব্যবহার করতে পারেন। ১-২ চামচ মধুর সঙ্গে ২-৩ চামচ লবঙ্গের জল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে ১০ মিনিট মাখিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই উপায়ে আপনি চুলে লবঙ্গের জল ব্যবহার করতে পারেন।

Next Article