Pre Pujo Skin Care: বেঁচে যাওয়া ভাতের সঙ্গে কফি মিশিয়ে বানান ফর্সা হওয়ার ক্রিম, দু দিনেই মুখে আনবে গ্লো

Skin Care At Home: ২০ থেকে ২৫ মিনিট তা মুখে রেখে হালকা হাতে ঘষে নিতে হবে। এবার তা মুখ থেকে তুলে ফেলুন। তবে ফেসপ্যাক আগে কোনও কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। চোখের তলার কালি তুলতেও সাহায্য করে এই ফেসপ্যাক

Pre Pujo Skin Care: বেঁচে যাওয়া ভাতের সঙ্গে কফি মিশিয়ে বানান ফর্সা হওয়ার ক্রিম, দু দিনেই মুখে আনবে গ্লো
ফর্সা হওয়ার ক্রিম বানান এভাবে

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 21, 2023 | 8:45 AM

পুজোর আগে সকলেই নানা ভাবে ত্বকের পরিচর্যা করে থাকেন। বিশ্বকর্মা, গণেশ পুজো দিয়েই পুজোর ঢাকে কাঠি পড়ল। আবহাওয়া যেমনই হোক না কেন চারিদিকে এখন উৎসবের আমেজ। মাঠ ভরা কাশ, মাঝে মধ্যে দেখা দিচ্ছে নীলাকাশ, ভোরের আঙিনা জুড়ে থাকছে শিউলি ফুল। পুজোর বাজার বেশ জমজমাট, যদিও মাসের শেষে টান পকেটে। তবে পুজোর জন্য কেনাকাটা তো করতেই হবে। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন সকলে। এদিকে কাজের প্রয়োজনে রোজ বাড়ির বাইরে বেরোতেই হয়। আর তাই দূষণ, ঘামে ত্বকের উপর খুবই প্রভাব পড়ে। মুখ অনেক বেশি চিটচিট করে। যে কারণে মুখের যত্ন নিতে হবে। পুজোর আগে একদিন ফেসিয়াল করলে কোনও লাভ নেই। এতে খালি টাকা নষ্ট। পরিবর্তে এমন ফেসপ্যাক বানিয়ে বাড়িতেই সারুন ফেসিয়াল। ত্বক ভাল থাকবে

এক্ষেত্রে বাসি ভাত ব্যবহার না করলেই ভাল। বড় দু চামচ গরম ভাত প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এবার এই ভাত স্ম্যাশ করে এর মধ্যে কফি পাউডার ও লেবুর রস ভাল করে মেশান। লেবু মিশলে এক চামচ মধু দিন এর মধ্যে। মধুর পরিবর্তে গ্লিসারিন মেশাতে পারেন। এবার মিক্সিতে এই সব কটি উপকরণ ভাল করে বেটে একটা পোস্ট বানিয়ে নিতে হবে। একবার বানালে তিনদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই পেস্ট দু চামচ নিয়ে তাতে ১ চামচ বেসন মিশিয়ে নিন। ব্যাস তৈরি ফেসপ্যাক। এবার তা মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। এই প্যাক লাগানোর আগে একটু নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে নিলে খুব ভাল। এই ফেসপ্যাক যেমন মুকের ট্যান তুলে দেবে তেমনই স্ক্রাবারও হিসেবেও ব্যবহার করা যাবে।

২০ থেকে ২৫ মিনিট তা মুখে রেখে হালকা হাতে ঘষে নিতে হবে। এবার তা মুখ থেকে তুলে ফেলুন। তবে ফেসপ্যাক আগে কোনও কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। চোখের তলার কালি তুলতেও সাহায্য করে এই ফেসপ্যাক। মুখ ভাল করে মুছে হালকা কোনও ময়েশ্চারাইজার বা ডে ক্রিম লাগিয়ে নিন। এতে মুখে গ্লো আসবে, ত্বকও হবে মাখনের মত নরম। প্রয়োজন না থাকলে মুখে কোনও রকম মেকআপ ব্যবহার করবেন না তবেই ত্বক থাকবে ভাল। যত বেশি ক্রিম, মেকআপ কম ব্যবহার করবেন ততই ত্বক থাকবে প্রাণবন্ত।