Cracked Heels: শীত শুরুর আগেই পা ফাটছে? ক্রিমের বদলে বেছে নিন মোম

Wax for foot: ওয়াক্সিং করার জন্য মোম ব্যবহার করে থাকেন অনেকেই। এবার সেই মোম ব্যবহার করুন গোড়ালিতে। দেখবেন কয়েকদিনের মধ্যে ফাটা পায়ের সমস্যা দূর হয়ে গিয়েছে।

Cracked Heels: শীত শুরুর আগেই পা ফাটছে? ক্রিমের বদলে বেছে নিন মোম

| Edited By: megha

Nov 09, 2022 | 6:25 AM

ঋতু বদল মানেই ত্বকের দফারফা অবস্থা। শহরের শীতের আমেজ জাঁকিয়ে না বসলেও, মফস্বলে হালকা ঠান্ডা পড়ে গিয়েছে। এখন বেশ টান ধরছে হাত-পায়ের চামড়ায়। এরই মাঝে ফাটছে আপনার গোড়ালি। এক্সফোলিয়েশন, ক্রিম, ময়েশ্চারাইজারে যে খুব কাজ হচ্ছে তা কিন্তু মোটেই নয়। একটু খেয়াল করে দেখুন, ময়েশ্চারাইজার ব্যবহারের পর ফাটা গোড়ালি কি সুন্দর দেখাচ্ছে? গোড়ালির ফাটা ত্বক মসৃণ করা মোটেই সহজ কাজ নয়। সুতরাং, এখানে আপনাকে বাড়তি যত্ন নিতেই হবে।

যদিও এই বাড়তি যত্ন নেওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনি যতই পা এক্সফোলিয়েট করুন না কেন, কিংবা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, আপনার গোড়ালির ত্বক মসৃণ হতে বেশ সময় নেবে। কারণ ওই ফাটা অংশের উপর বার বার ময়লা জমে। এক্ষেত্রে আপনাকে গোড়ালি ঢাকা জুতো পরতে হবে। পাশাপাশি ক্রিম বা ময়েশ্চারাইজারের বদলে মোমের উপর ভরসা রাখতে হবে। শুনে অবাক হচ্ছেন? কিন্তু বিশেষজ্ঞদের দাবি, মোম ফাটা গোড়ালির সমস্যা থেকে চিরতরে মুক্তি দিতে পারে। কিন্তু কীভাবে মোম ব্যবহার করবেন কিংবা কোন মোম ব্যবহার করবেন, সেটাই অনেকে জানেন না। এই টিপস রইল আপনার জন্য।

ওয়াক্সিং করার জন্য মোম ব্যবহার করে থাকেন অনেকেই। এবার সেই মোম ব্যবহার করুন গোড়ালিতে। প্যারাফিন মোম ফাটা পায়ের সমস্যা দূর করতে সবচেয়ে বেশি কার্যকর। কীভাবে ব্যবহার করবেন এই মোম, চলুন দেখে নেওয়া যাক…

একটি পাত্রে সামান্য মোম নিন। মোমটা প্রথমে গলিয়ে ফেলবেন। প্যারাফিন মোম কঠিন আকারে পাওয়া যায়। তাই এটি গলিয়ে নেওয়া জরুরি। মোম গলে গেলে এর মধ্যে দু’চামচ সর্ষের তেল ঢেলে দিন। উপাদান দুটি ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হয়ে গেলে এটি পায়ের ফাটা অংশে লাগান। এটি শুকিয়ে গেলে পা মুছে ফেলুন। ফাটা পায়ের সমস্যা যতদিন পর্যন্ত না নির্মূল হচ্ছে, আপনাকে এভাবেই মোম ব্যবহার করতে হবে। ধীরে ধীরে দেখবেন গোড়ালি আগের চাইতে অনেক বেশি মসৃণ হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু ত্বক এক্সফোলিয়েট ও ময়েশ্চারাইজ করতে ভুলবেন না যেন।