Skincare Routine: এক সপ্তাহেই ত্বকে আসবে উজ্জ্বল আভা! ট্রাই করুন মাধুরী দীক্ষিতের স্কিনকেয়ার রুটিন

Madhuri Dixit Nene: 'আমি ফিট থাকতে বিশ্বাস করি। কিন্তু জিমে গিয়ে ঘাম ঝরানোয় নয়। বাড়িতেই সপ্তাহে তিনবার কত্থক প্র্যাকটিস করি। বাকি দুদিন ব্যায়াম করি।...''

Skincare Routine: এক সপ্তাহেই ত্বকে আসবে উজ্জ্বল আভা! ট্রাই করুন মাধুরী দীক্ষিতের স্কিনকেয়ার রুটিন
তবে এই ছবি নিয়ে প্রথম বেজায় আপত্তি করেছিলেন মাধুরী দীক্ষিত। কারণ তাঁকে প্রথমে তাব্বুর চরিত্র করতে বলা হয়েছিল। তবে এই চরিত্রে সলমন খানকে পায়ে হাত দিয়ে মাধুরীকে প্রমাণ করতে হতো।

| Edited By: দীপ্তা দাস

Oct 08, 2022 | 4:03 PM

সকলে নিজের কাজের জায়গায় সেরাটা যেমন দিতে চান, তেমনি সেরা জিনিসটিও যেন নিজেরই হয়, সেই মনোবাসনা সাধারণ থেকে সেলেব্রিটিরও (Celebrity)। এক সাক্ষাতকারে বলিউডের ধক-ধক গার্ল জানিয়েছিলেন, ‘পৃথিবীতে এমন কিছু নেই যা মাধুরী দীক্ষিত-নেনের (Madhuri Dixit Nene) ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে।’ ‘আমি শেষ অবধি আমার সেরাটা দেখতে চাই।’ যার হাসির মহিমায় মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, সেখানে তার সৌন্দর্যের (Beauty) কদর যে হবেই তা অস্বীকার করে লাভ নেই। কেরিয়ারের প্রথম অল্প হোঁচট খেয়েই সটান হয়ে কীভাবে ইন্ডাস্ট্রিতে একভাবে আধিপত্য বিস্তার করা যায়, তার মূলমন্ত্র শিখে গিয়েছিলেন। মাঝে বেশ কয়েক বছরের ব্যবধানের পর কামব্যাক করেন মাধুরী। তার ক্রেজ যে গোটা ভারতের মানুষের হৃদয়ে, তা বলার অপেক্ষা রাখে না। সৌন্দর্যের ছটায় আজও প্রশংসিত তিনি।

বয়স যে একটি সংখ্যা মাত্র তা মাধুরীর অপরূপ সৌন্দর্যের আভাই প্রমাণ করে দেয়। তাঁর কথায়, ‘আমি ফিট থাকতে বিশ্বাস করি। কিন্তু জিমে গিয়ে ঘাম ঝরানোয় নয়। বাড়িতেই সপ্তাহে তিনবার কত্থক প্র্যাকটিস করি। বাকি দুদিন ব্যায়াম করি। সুস্থ থাকতে নিজেকে ফিট রাখা খুবই দরকার। তাতে শারীরিক ও মানসিক তো বটেই, ত্বকেরও উজ্জ্বলতা বাড়ায়।’

মাধুরী দীক্ষিতের স্কিনকেয়ার রুটিন

– বেসন, মধু ও লেবুর রস এক সঙ্গে মিশিয়ে ত্বকের উপর প্রলেপের মত ব্যবহার করুন। বেসনের এই ফেস মাস্ক মাধুরী দীক্ষিত রুটিন মেনে ত্বকের যত্ন নেন। কীভাবে আপনি নিজে বাড়িতে তৈরি করবেন, তা দেখে নিন…

– প্রথমে ২ টেবিলস্পুন বেসন, আধ চা চামচ লেবুর রস ও এক টেবিল স্পুন মধু নিন।

– এবার এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি ফেসমাস্ক তৈরি করুন।

– প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন। এরপর বেসনের এই ফেসমাস্কটি মুখে প্রয়োগ করুন। ১৫ মিনিট রেখে দেওয়ার পর ঘরের স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

– পরিস্কার করে ধুয়ে ফেলার পর ময়েশ্চারাইাজর ব্যবহারপ করুন।

– সপ্তাহে ২ বার এই উপকারী ফেসমাস্ক ব্যবহার করলে আরও ভাল উপকার ও ফল পাবেন।

বেসনের ফেসপ্যাক শুধুমাত্র ফেসমাস্ক নয়। এটি একপ্রকার ভেষজ ও ম্যাজিক ওষুধ বলা যেতে পারে। কারণ এই ফেসমাস্কটি সব ধরনের ত্বকের জন্য মানানসই। ত্বক যতই তৈলাক্ত হোক বা শুষ্ক হোক, এই বেসনের ফেসমাস্ক মুখের ত্বকের যাবতীয় সমস্যা সমাধান করে এক নিমেষে। ত্বককে টোনড করতে ও উজ্জ্বলতা বাড়াতে ,সাহায্য করে।

বেসন ও লেবুর রস একসঙ্গে একটি প্রাকডতিক ব্লিচিংয়ে পরিণত হয়। যা মুখের ত্বকে থাকা পিগমেন্টেশন ও কালো দাগ হালকা করতে সাহায্য করে। এছাড়া মধু ত্বককে হাইড্রেটেজ ও ময়েশ্চারাইজড করতে সাহায্য করে। বেসন ত্বকের ছিদ্রপথগুলিকে খুলে দেয় ও অতিরিক্ত সিবাম উত্‍পাদনে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

লেবুর রস, মধু ও বেসন মিশিয়ে তৈরি ফেসমাস্কটি ত্বককে দ্রুত উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।