
সারাদিন সময় হয় না ত্বকের যত্ন নেওয়ার। কিন্তু রাতেও যদি স্কিন কেয়ারে অনীহা দেখান, তাহলে মুশকিল। বিশেষত, ঋতু পরিবর্তনের মুখে ত্বকের বিশেষ পরিচর্যা না করলে, ত্বক শুকিয়ে যাবে। এখন থেকেই চামড়ায় টান ধরছে। আর কয়েকদিন পর ত্বকের শুষ্কতা হাড়ে-হাড়ে টের পাবেন। সারাদিন যদি নিয়ম মেখে সিরাম, ফেস ক্রিম ব্যবহারের সময় না পান, তাহলে রাতে অবশ্যই ত্বকের দেখভাল করুন। রাতে ত্বক অনেক সময় পায় পুনর্গঠনের। ত্বকের হাল ফেরাতে নাইট স্কিন কেয়ার রুটিনের উপর জোর দিতেই হবে।
রাতেও খুব বেশি ত্বকের পিছনে ব্যয় করতে হবে, তা নয়। ত্বক পরিষ্কার করে নাইট ক্রিম মেখে নিলেই অনেকটা উপকার পাবেন। এখন যেহেতু শুষ্ক আবহাওয়া তাই রাতে হাইড্রেটিং নাইট ক্রিম মাখুন। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে। পাশাপাশি চুলকানি, র্যাশ, ব্রণর সমস্যা থেকেও মুক্তি পাবেন। বাজারে আপনি নামীদামি ব্র্যান্ডের নাইট ক্রিম পেয়ে যাবেন। কিন্তু সেগুলো কতটা কার্যকর হবে আপনার ত্বকে, তা জানা নেই। তার চেয়ে আপনি বাড়িতে বানানো নাইট ক্রিম দিয়ে ত্বকের খেয়াল রাখতে পারেন।
১) অ্যালোভেরা নাইট ক্রিম
এই নাইট ক্রিমের মূল উপাদান অ্যালোভেরা জেল। এই নাইট ক্রিম আপনার ত্বককে সারারাত ধরে পুষ্টি জোগাবে। পাশাপাশি এই ক্রিমে আমন্ড তেল রয়েছে, যা ত্বককে ময়েশ্চারাইজ করবে। ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করবে এই নাইট ক্রিম। ২-৩ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১-২ চামচ গোলাপ জল এবং ১ চামচ আমন্ড তেল মিশিয়ে নিন। এবার এতে ৭-৮ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে দিন। তৈরি অ্যালোভেরা নাইট ক্রিম। কৌটোতে ভরে এই নাইট ক্রিম ফ্রিজে রেখে দিন। রাতে মুখ পরিষ্কার করে এই নাইট ক্রিম মুখে মেখে নিন। ২ মিনিট মালিশ করুন।
২) গোলাপ জল ও কোকো বাটার নাইট ক্রিম
রূপচর্চার দুনিয়ায় গোলাপ জলের রমরমা। মূলত প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে গোলাপ জল। এই গোলাপ জলের সঙ্গে যখন কোকো বাটার মিশিয়ে দেন, এটি ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। শুষ্ক আবহাওয়ায় এই নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক কোমল ও নরম থাকবে। ২ চামচ কোকো বাটার অল্প আঁচে রেখে গলিয়ে নিন। এর সঙ্গে ২-৩ চামচ গোলাপ জল মেশান। এর সঙ্গে ১ চামচ করে মধু ও আমন্ডের তেল মিশিয়ে নিন। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিন। তারপর এই নাইট ক্রিম মেখে নিন। এই নাইট ক্রিম আপনার ত্বককে ময়েশ্চারাইজ করবে।