Dark Circle: রান্নাঘরে থাকা আলুই দূর করবে আপনার ডার্ক সার্কেলের সমস্যা! কীভাবে দেখে নিন

আলুর মধ্যে রয়েছে সেই গুণ, যা নিমেষের মধ্যে দূর করে দেবে আপনার চোখের তলার কালশিটে দাগ। কিন্তু ডার্ক সার্কেল দূর করতে কীভাবে ব্যবহার করবেন আলুকে? তারও উপায় আমরা নিয়ে এসেছি আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক চোখের তলার ডার্ক সার্কেল দূর করতে কীভাবে ব্যবহার করবেন আলুকে!

Dark Circle: রান্নাঘরে থাকা আলুই দূর করবে আপনার ডার্ক সার্কেলের সমস্যা! কীভাবে দেখে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2021 | 5:45 PM

উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। উৎসবের সাজে নিজেকেও তো সাজিয়ে তুলতে হবে। কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল আপনার সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে? একদম চিন্তা নেই। আপনার রান্না ঘরে থাকা একটি উপাদানেই আপনার চোখের তলার কালশিটে দাগ একদম দূর হয়ে যাবে।

আলুর মধ্যে রয়েছে সেই গুণ, যা নিমেষের মধ্যে দূর করে দেবে আপনার চোখের তলার কালশিটে দাগ। কিন্তু ডার্ক সার্কেল দূর করতে কীভাবে ব্যবহার করবেন আলুকে? তারও উপায় আমরা নিয়ে এসেছি আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক চোখের তলার ডার্ক সার্কেল দূর করতে কীভাবে ব্যবহার করবেন আলুকে!

আলু ও মধুর পেস্ট

একটি মাঝারি সাইজের আলু নিন এবং তার খোসা ছাড়িয়ে নিন। এবার ওই আলুর জ্যুস বার করে নিন। তাতে অল্প পরিমাণ মধু দিয়ে ভাল করে মিশ্রণটি মিশিয়ে নিন। এই মিশ্রণটি এবার চোখের চারপাশে লাগান। কয়েক মিনিট আঙুল দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করে নিন। এবার এটা ১০ মিনিট রেখে দিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল দূর করতে এই পেস্টটি নিয়মিত ব্যবহার করুন।

আলু ও হলুদের পেস্ট

একটি মাঝারি বা ছোট সাইজের আলু নিন এবং তার খোসা ছাড়িয়ে নিন। এবার ওই আলুর জ্যুস বার করে নিন। তাতে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নেবেন। চোখের তলায় যেখানে ডার্ক সার্কেল রয়েছে সেখানে ভাল করে এই পেস্ট লাগিয়ে নিন। ১০ থেকে ১২ মিনিট এই পেস্টটি চোখের তলায় রেখে দিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল দূর করতে এই পেস্টটি নিয়মিত ব্যবহার করুন।

আলু ও আমন্ডের তেল

একটি মাঝারি বা ছোট সাইজের আলু নিন এবং তার খোসা ছাড়িয়ে নিন। এবার ওই আলুর জ্যুস বার করে নিন। এবার তাতে এক চামচ আমন্ডের তেল মিশিয়ে দিন। এই দুটি উপাদান ভাল করে মিশিয়ে নেবেন। এভার এই মিশ্রণটি এবার চোখের চারপাশে লাগান। কয়েক মিনিট আঙুল দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করে নিন। এবার এটা ২০ মিনিট রেখে দিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ডার্ক সার্কেল দূর করতে এই পেস্টটি সপ্তাহে একবার অথবা দুবার ব্যবহার করুন।

আলুর টুকরো ও আলুর রস

একটি আলুকে গোল গোল করে কেটে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার সেই টুকরো দুটিকে চোখের ওপর রাখুন। ১০ থেকে ১৫ মিনিট এই আলুর টুকরোগুলিকে চোখের ওপর রেখে দিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে দেখুন। ভাল ফলাফল পেতে এই উপায়টি সপ্তাহে দুবার ব্যবহার করুন। একই ভাবে একটি মাঝারি বা ছোট সাইজের আলু নিন এবং তার খোসা ছাড়িয়ে নিন। এবার ওই আলুর জ্যুস বার করে নিন। সেই রসটা তুলো দিয়ে চোখে লাগান। এবার এটা ২০ মিনিট রেখে দিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: অকালে চুল ঝরে গিয়ে মাথায় টাক পড়ে যাচ্ছে? পুরুষদের চুলের সমস্যায় রয়েছে ঘরোয়া টিপস, জানুন