Coffee Facial at Home: পার্লারে নয়, খরচ বাঁচিয়ে বাড়িতেই করুন কফি ফেসিয়াল, উপচে পড়বে ত্বকের জেল্লা

Homemade Facial: সবশেষে ত্বকে ম্যাসাজ করুন। এর জন্য ২ চামচ অ্যালোভেরার মধ্যে এক চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে কিছুক্ষণ রেখে দিন। অ্যালোভেরা এবং কফির প্যাকটি ২০ মিনিটের জন্য রেখে দিন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

Coffee Facial at Home: পার্লারে নয়, খরচ বাঁচিয়ে বাড়িতেই করুন কফি ফেসিয়াল, উপচে পড়বে ত্বকের জেল্লা
কফি ফেসিয়াল

| Edited By: Sneha Sengupta

Sep 06, 2023 | 10:09 AM

জেল্লা হারিয়েছে ত্বক? গাঢ় হয়েছে ট্যান? পার্লারে যাওয়ার সময় না থাকলে ঘরে বসেই পান সমস্যার সমাধান। কফি দিয়ে ফেসিয়ালও করতে পারেন। খরচও কমবে আর ফলও পাবেন তাড়াতাড়ি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে রে বসে ধাপে ধাপে কফি ফেসিয়াল করবেন

কফি ফেসিয়াল

স্টেপ ১-

কফি ফেসিয়াল করতে একটি পাত্রে ২ চামচ কাঁচা দুধ নিন। এতে এক চামচ কফি পাউডার মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগান। আঙুল দিয়ে কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করুন। এবার কফি ও কাঁচা দুধের মিশ্রণটি সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্টেপ ২-

স্ক্রাবিং

ত্বক স্ক্রাব করতে একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিন। এতে কিছুটা চিনি যোগ করুন। এছাড়া যোগ করুন নারকেল তেল। এবার এই স্ক্রাব দিয়ে মুখ ও ঘাড়ে ম্যাসাজ করুন। এই স্ক্রাব দিয়ে অন্তত ৩ থেকে ৪ মিনিট ম্যাসাজ করুন। এরপর ১৫ মিনিটের জন্য ত্বকে রেখে দিন এটি। এরপর সাধারণ জল দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।

স্টেপ ৩-

স্টিম –

ত্বক স্টিম করতে, একটি বড় পাত্রে জল নিন। জলটা ভালো করে ফুটিয়ে নিন। এবার তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন। কমপক্ষে ১০ মিনিটের জন্য এতে মুখ দিয়ে স্টিম নিন। এতে ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের সমস্যা থেকে মুক্তি পাবেন।

স্টেপ ৪-

ফেস প্যাক –
কফির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার নিন। এতে কিছু দই যোগ করুন। এই দুটি জিনিস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ত্বক থেকে কফির প্যাক খুলে ফেলুন।

স্টেপ ৫-

ম্যাসাজ –
সবশেষে ত্বকে ম্যাসাজ করুন। এর জন্য ২ চামচ অ্যালোভেরার মধ্যে এক চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে কিছুক্ষণ রেখে দিন। অ্যালোভেরা এবং কফির প্যাকটি ২০ মিনিটের জন্য রেখে দিন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন।