Sheet Mask: শিট মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়েন? অজান্তেই ত্বকের মারাত্মক ক্ষতি করছেন কিন্তু…

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 27, 2022 | 7:14 AM

Skin Care Tips: বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের চাইতে বেশি সময় শিট মাস্ক ব্যবহার করলেও সেই অর্থে কোনও উপকারিতাই পাওয়া যায় না।

Sheet Mask: শিট মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়েন? অজান্তেই ত্বকের মারাত্মক ক্ষতি করছেন কিন্তু...

Follow Us

ব্যস্ত শেডিউলের মধ্যে ত্বকের যত্ন নেওয়ার সময় না অনেকেরই। তাই ত্বকের খেয়াল রাখতে শিট মাস্ককে বেছে নেন। শিট মাস্ক ব্যবহার করলে একটা তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যায়। ত্বকে তাৎক্ষণিক দীপ্তি এনে দেয় শিট মাস্ক। সারা সপ্তাহে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের বাইরে সময় না হলেও সপ্তাহে একদিন শিট মাস্ক আপনার সব কাজ করে দেয়। তার উপর এখন বাজারে ত্বকের ধরন ও ত্বকের সমস্যার উপর নির্ভর করে শিট মাস্ক পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হল শিট মাস্কের এই উপকারিতাগুলো পাওয়ার জন্য কতক্ষণ মুখে শিট মাস্ক লাগিয়ে রাখবেন।

শিট মাস্কের সিরামের পরিমাণ অনেক বেশি। এতটাই বেশি যে শুধু মুখে ব্যবহার করলেও তা শেষ হয় না। পাশাপাশি যেহেতু দু-এক সপ্তাহ ছাড়া একবার শিট মাস্ক ব্যবহারের সময় পান, তাই সবাই চায় এর পুরো গুণাগুণ। শিট মাস্কের উপকারিতা পেতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরেও অনেকে শিট মাস্ক মুখে লাগিয়ে রাখে। এতে আদতে কি কোনও উপকার হয়?

বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনের চাইতে বেশি সময় শিট মাস্ক ব্যবহার করলেও সেই অর্থে কোনও উপকারিতাই পাওয়া যায় না। অনেকেই রয়েছেন যাঁরা মুখে শিট মাস্ক লাগয়ে ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস মোটেই ভাল নয়। আবার অনেকে রয়েছেন যাঁরা মুখে শিট মাস্ক লাগিয়ে বাড়ির অন্যান্য কাজ সারছেন আর শিট মাস্ক সরানোর কথা ভুলে গেছেন। এই অভ্যাসও একই ভাবে ক্ষতিকারক। এতে আপনি বাড়তি সুবিধা পাওয়ার বদলে ত্বকের ক্ষতি করেন।

শিট মাস্ক ব্যবহারের ফলে ত্বক কোমল হয়। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে শিট মাস্ক ব্যবহার করলে কোনও লাভ পাওয়া যায় না। আসলে অতিরিক্ত সময় ধরে শিট মাস্ক ব্যবহার করলে এটি শুষ্ক হতে থাকে। তখন ওই শিট মাস্ক আবার ত্বক থেকে আর্দ্রতা কেড়ে নিতে শুরু করে। শিট মাস্ক থেকে যে ভিটামিন ও মিনারেল ত্বক পেয়েছিল সেটা আবার হারিয়ে যায়। ফলে বেশিক্ষণ ধরে শিট মাস্ক ব্যবহার করবেন না।

এখন অনেকেরই মনে প্রশ্ন উঠছে যে, কতক্ষণ শিট মাস্ক মুখে রাখলে এর যাবতীয় গুণাগুণ পাওয়া যাবে। এর উত্তর হল ২০ থেকে ৩০ মিনিট। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং শিট মাস্কের উপকারিতা ত্বকে পাওয়ার জন্য এই ২০-৩০ মিনিট সময়ই যথেষ্ট। শিট মাস্ককে পুরোপুরি শুষ্ক হতে দেবেন না। যদি শিট মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকে তাহলে অ্যালার্ম ব্যবহার করুন। এতে ত্বকও ভাল থাকবে এবং আপনি শিট মাস্কের যাবতীয় গুণাগুণ পেতে পারবেন।

Next Article