Acne-Garlic: গাল ভর্তি ব্রণ নিয়ে নাজেহাল? হেঁশেলের এই উপাদানে দূর হবে ব্যথা ও দাগছোপ

Home Remedies for Acne: রসুনের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি রাসায়নিক যৌগ রয়েছে। এটি ব্রণ প্রতিরোধে সাহায্য করে।

Acne-Garlic: গাল ভর্তি ব্রণ নিয়ে নাজেহাল? হেঁশেলের এই উপাদানে দূর হবে ব্যথা ও দাগছোপ

| Edited By: megha

Aug 02, 2023 | 10:58 AM

পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে ব্রণর সমস্যা বেশি দেখা দেয়। ব্রণর সমস্যায় নাজেহাল কিশোর থেকে তরুণীরা। তাই ব্রণ তাড়াতে নামীদামি প্রসাধনী পণ্যের উপর ভরসা রাখেন বেশিরভাগ মানুষ। কিন্তু তাতেও ব্রণর হাত থেকে রেহাই পাওয়া যায় না। তাই অনেকেই বেছে নেন ঘরোয়া প্রতিকার। তবে, কোন উপাদানের গুণে চটজলদি ব্রণর হাত থেকে রেহাই পাওয়া যাবে, এটাও অনেকের কাছে অজানা। হেঁশেলের থাকা রসুন দিয়ে ব্রণর অবসান ঘটাতে পারেন।

রসুনের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি রাসায়নিক যৌগ রয়েছে। এটি ব্রণ প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি রসুন ব্যবহারের ফলে ব্রণর দাগছোপও দূর হয়ে যায়। কিন্তু ব্রণর উপর রসুন সরাসরি লাগালে জ্বালাভাব দেখা দিতে পারে। তাই ব্রণ কমাতে কীভাবে রসুন ব্যবহার করবেন, দেখে নিন।

রসুন ও গোলাপ জল 

অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ গোলাপ জল ও রসুন। রসুন থেঁতো করে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ব্রণর উপর লাগান। ৫-১০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করে এভাবে রসুন মাখলে ব্রণর সমস্যা দূর হয়ে যাবে।

রসুন ও দই

টক দইয়ের সঙ্গে আপনি রসুন মিশিয়ে মুখে লাগাতে পারেন। রসুন থেঁতো করে নিন। এতে দই মিশিয়ে ব্রণ উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। রসুন ও দইয়ের মিশ্রণ ব্রণ কমানোর পাশাপাশি ওপেন পোরসের সমস্যাও দূর করে দেয়। এমনকী এটি সিবাম উৎপাদনও কমিয়ে দেয়। তৈলাক্ত ত্বকে ব্রণ হলে এই টোটকা কাজে লাগাতে পারেন।

রসুন ও অ্যালোভেরা

রসুনের মতো অ্যালোভেরাও ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের যে কোনও প্রদাহ কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেল। রসুন থেঁতো করে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ব্রণ ও বাকি মুখে লাগিয়ে নিন। মিনিট পনেরো রাখার পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’ থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করলে আপনি ব্রণর সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

রসুন ব্যবহারের নিয়ম:

সংবেদনশীল ত্বক রসুন ব্যবহার না করাই ভাল। অনেক সময় ত্বকে রসুন ব্যবহার করলে ত্বকে জ্বালাভাব, র‍্যাশ দেখা দিতে পারে। তাই মুখে রসুন লাগানোর আগে হাতের চামড়ার আগে রসুন ঘষে নিন। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না দেখা দিলে তবেই মুখে লাগান।