
মাথার চুল যেমন পড়ে যায় তেমনই চোখের পাতা আর ভ্রূ এর লোমও পড়ে যায়। এমনকী এই ভ্রূ-তে হতে পারে খুশকির সমস্যাও। যদিও অনেকে তা মানতেই চান না।

ভ্রূ-এর চুল পড়ে গেলে দেখতে মোটেই ভাল লাগে না। অনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয় বলে এই ভ্রূ এর চুল পড়ে যায়। আর এই ভ্রূ পাতলা হলে থ্রেডিং করলেও মোটে দেখতে ভাল লাগে না।

আর তাই আজ রইল বিশেষ একটি টিপস। এই টিপস মানলে ভ্রূ এর চুল পড়া বন্ধ হবে। গজাবে নতুন চুল। টানা এক মাস যদি রোজ মনে করে এই টিপস মানেন তাহলে দারুণ ভাল ফল পাবেন।

এক চামচ পেট্রোলিয়াম জেলি আর তিন ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে হবে। রাতে ভাল করে মুখ ধুয়ে নিয়ে এই মিশ্রণ লাগিয়ে নিন চোখের পাতায় আর ভ্রু-তে। যে ভাবে মাস্কারা লাগান সেই ভাবেই লাগাবেন। আর মাত্র তিনদিনেই তফাত বুঝতে পারবেন।

এতে গোড়া মজবুত হয় তার চোখের পাতাও বাড়ে। এমনিতেই ক্যাস্টর অয়েল হেয়ার গ্রোথে সাহায্য করে।

এই ক্যাস্টর অয়েল আর নারকেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগালে চুলও বাড়ে। সেই সঙিগে চুল পড়া কয়েকদিনেই কমে যায়।

তবে সকালে উঠে মুখ আবার ভাল করে ধুয়ে নিতে হবে। বিশেষত চোখের পাতা, ভ্রূ এসব ভাল করে ধুয়ে নেবেন।

তিনদিন করলে নিজেই তফাত দেখতে পারবেন। আর টানা একমাস করলে অনেক উপকারই হবে।