Wavy Hair: ঢেউ খেলানো চুল পান ঘরে বসে, রইল টিপস ও টেকনিক

Hair Style: ঢেউ খেলানো চুল পেতে গেলে কার্লারসের বদলে ফ্ল্যাট আয়রন ব্যবহার করতে হবে। পাশাপাশি এমন টোটকা খুঁজে নিতে হবে, যাতে বাড়িতে সহজ উপায়ে আপনি এলোমেলো ঢেউ খেলানো চুল পেয়ে যান। এমন উপায় রয়েছে আমাদের কাছে।

Wavy Hair: ঢেউ খেলানো চুল পান ঘরে বসে, রইল টিপস ও টেকনিক

| Edited By: megha

May 04, 2023 | 12:39 PM

নায়িকাদের মতো ঢেউ খেলানো চুল আপনার পছন্দ? খুব বেশি কোঁকড়ান নয়। কিন্তু দেখতে লাগবে স্টাইলিশ। এমন চুল পেতে গেলে একটু কসরত করতে হয়। যেটা হেয়ার স্টাইলিস্টের সাহায্য ছাড়া সম্ভব নয়। কিন্তু সেটা রোজের জীবনে সম্ভব নয়। স্টাইলিশ দিয়ে কার্ল‌স করালে গাঁটের কড়ি খসাতে হবে। আবার অনেক সময় বাড়িতে কার্লারস ব্যবহার করলে চুল অতিরিক্ত কোঁকড়ানো হয়ে যায়। ঢেউ খেলানো চুল পেতে গেলে কার্লারসের বদলে ফ্ল্যাট আয়রন ব্যবহার করতে হবে। পাশাপাশি এমন টোটকা খুঁজে নিতে হবে, যাতে বাড়িতে সহজ উপায়ে আপনি এলোমেলো ঢেউ খেলানো চুল পেয়ে যান। এমন উপায় রয়েছে আমাদের কাছে। রইল টিপস।

বিনুনি করুন- প্রথমে চুলটা কয়েকটা ভাগে করে বিনুনি করে নিন। এই অবস্থায় চুলের উপর অল্প ফ্ল্যাট আয়রন করে নিন। সারারাত এই উপায়ে রেখে দিন। পরদিন সকালে চুল খুলে ফেলুন। পেয়ে যাবেন ঢেউ খেলানো চুল।

ফ্ল্যাট আয়রন- সোজা চুলে ঢেউ খেলাতে ফ্ল্যাট আয়রনেরই প্রয়োজন পড়ে। হাতে সময় কম থাকলে এই টোটকা কাজে লাগাতে পারেন। প্রথমে চুলটা দু’ভাগে ভাগ করে দুটো বিনুনি করে নিন। বিনুনির উপর ফ্ল্যাট আয়রন চেপে করুন। যে ভাবে চুল সোজা করেন, ঠিক সেভাবেই বিনুনির উপর ফ্ল্যাট আয়রনের চালিয়ে নিন। এরপর বিনুনি খুলে ফেলুন। পেয়ে যাবেন ঢেউ খেলানো চুল।

ঘুরিয়ে চুল বাঁধুন- প্রথমে চুলটা দু’ভাগে ভাগ করে নিন। এবার হাতের সাহায্যে ভাল করে পেঁচিয়ে নিন। চুল ঘুরিয়ে ঘুরিয়েও পেঁচিয়ে নিতে পারেন। এবার এই চুলটা মাথার উপর কিছুক্ষণ বেঁধে রাখুন। এভাবে আপনাকে সারারাত থাকতে হবে। পরদিন সকালে চুল খুলে ফেলুন। পেয়ে যাবেন ঢেউ খেলানো চুল। শুধু এই চুলের উপর অল্প হেয়ার স্প্রে লাগিয়ে নিন। এতে দীর্ঘক্ষণ আপনার চুল ওয়েভি হয়ে থাকবে।

বিচ কার্লস করুন- চুলে অল্প জল স্প্রে করে নিন। এই অবস্থায় চুলটা টেনে বিনুনি করে নিন। দু’টো বিনুনি করুন। বিনুনি করার পর হাত দিয়ে চুলগুলো একটু আলগা করে দিন। এই অবস্থায় ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে পেয়ে যাবেন বিচ কার্লস। সমুদ্র সৈকতে বেড়াতে গেলে ট্রাই করতে পারেন এই বিচ কার্লস।