Tan Removal Face Packs: বর্ষাতেও পুড়ছে ত্বক? হেঁশেলের সামান্য উপকরণ দিয়ে সেরে ফেলুন রূপচর্চা

Skin Care Tips: হেঁশেলে থাকা সহজ উপকরণ দিয়ে আপনি দূর করতে পারেন সান ট্যান। তাছাড়া ত্বকের জেল্লাও ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই। ঘরোয়া প্রতিকারের সুবিধা হল, এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ঘরের তৈরি ফেসপ্যাকে তুলে ফেলুন ট্যান।

Tan Removal Face Packs: বর্ষাতেও পুড়ছে ত্বক? হেঁশেলের সামান্য উপকরণ দিয়ে সেরে ফেলুন রূপচর্চা

| Edited By: megha

Jul 12, 2023 | 12:46 PM

দেখা নেই বৃষ্টির। তীব্র গরম, তার সঙ্গে কাঠফাটা রোদ্দুর। তাই কোনওভাবে চামড়াকে ট্যান থেকে দূরে রাখা যাচ্ছে না। সানস্ক্রিন মেখে ত্বককে সুরক্ষিত রাখলেও ট্যানকে প্রতিরোধ করা কঠিন। কিন্তু হেঁশেলে থাকা সহজ উপকরণ দিয়ে আপনি দূর করতে পারেন সান ট্যান। তাছাড়া ত্বকের জেল্লাও ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই। ঘরোয়া প্রতিকারের সুবিধা হল, এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চলুন দেখে নেওয়া যাক, কোন উপায়ে ট্যান দূর করবেন।

লেবু ও মধুর ফেসপ্যাক 

সমপরিমাণে লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে। লেবুর রস ত্বকের জেল্লা বাড়াতে এবং ট্যান দূর করতে সাহায্য করবে।

শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক 

শসার পেস্ট বানিয়ে তার থেকে রস ছেঁকে নিন। এবার ওই শসার রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক হাইড্রেটেড রাখবে, পাশাপাশি ট্যানও তুলে দেবে।

পাকা পেঁপে ও মুলতানি মাটির ফেসপ্যাক 

পাকা পেঁপে ম্যাশ করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন মুলতানি মাটি। এবার এই মিশ্রণটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুলতানি মাটি অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে। অন্যদিকে, পাকা পেঁপে ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে।

হলুদ ও টক দইয়ে ফেসপ্যাক

টক দইয়ের মধ্যে এক চিমটে হলুদ মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটা ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। হলদু ব্রণ থেকে ট্যান ত্বকের যাবতীয় সমস্যা দূর করে দেয়। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। একইভাবে, টক দইও ট্যান দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজড করতে সাহায্য করে।

টমেটো ও লেবুর রস ফেসপ্যাক 

টমেটোর দাম যতই বেশি হোক, ট্যান দূর করতে সবচেয়ে বেশি কার্যকরী এই সবজি। টমেটো পাল্পের সঙ্গে লেবুর রস ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই ট্যান দূর হয়ে যাবে।