
চুলের যত্নের অবিচ্ছেদ্য অংশ শ্যাম্পু আর কন্ডিশনার। কিন্তু শুধু শ্যাম্পু করলে এবং কন্ডিশনার ব্যবহার করলেই কি চুল ভাল থাকে? চুলের আর্দ্রতা বজায় রাখতে গেলে শ্যাম্পু, কন্ডিশনারের পাশাপাশি তেল ও হেয়ার মাস্ক ব্যবহার করা জরুরি। কিন্তু সময়ের অভাবে সবসময় এভাবে চুলের যত্ন নেওয়া হয় না। কিন্তু শ্যাম্পু আর কন্ডিশনারও যদি দায়সারা ভাবে ব্যবহার করা হয় তাহলে আরও কোনও লাভ হয় চুলের। কিন্তু সঠিক উপায়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা যায় এবং তারপর যদি সঠিক ভাবে চুলের দেখভাল করা হয় তাহলে চুল ভাল থাকে।
শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেও সঠিকভাবে চুল শুকনো করা জরুরি। শ্যাম্পু করার পরই গামছা বা তোয়ালে দিয়ে চুল মুছলে ঘষা লাগে। চুলে বার বার ঘষা লাগলে চুল ভেঙে যেতে পারে। তাই গামছা বা তোয়ালের বদলে সুতির গেঞ্জি কাপড় বেছে নিন। চুলের বাড়তি জল সুতির গেঞ্জি কাপড় শুষে নেয়। এতে চুলের আর্দ্রভাবও বজায় থাকে।
শ্যাম্পু ব্যবহারের পরে অনেকেই চুল ব্লো ড্রাই করা পছন্দ করেন। অনেকে আবার হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নেয়। এই অভ্যাস আদতে চুলের জন্য ক্ষতিকারক। হিট স্টাইলিং কখনওই চুলের জন্য ভাল নয়। চুলে বার বার হিট ব্যবহার করলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। এতে ধীরে ধীরে চুল তার প্রাকৃতিক জেল্লা হারিয়ে ফেলে। পাশাপাশি ভেজা চুলে হিট ব্যবহার করলে চুল ঝরার সম্ভাবনা বেড়ে যায়।
শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহারের পর হেয়ার সিরাম ব্যবহার করেন তো? এই অভ্যাস আপনার চুলকে দূষণের হাত থেকে রক্ষা করবে। চুল যেমনই হোক হেয়ার সিরাম অবশ্যই ব্যবহার করবেন। ভেজা চুলেই আপনি হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। এতে চুল কোমল হবে। পাশাপাশি চুল উজ্জ্বল দেখাবে।
লম্বা, ঘন চুল। ম্যানেজ করা একটু কঠিন। তাই শ্যাম্পু করার পর অনেকেই চুল বেঁধে নেন। এই অভ্যাস কিন্তু মারাত্মক খারাপ। ভেজা অবস্থায় চুল বেঁধে নিলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। চুল উঠতে থাকে। পাশাপাশি খুশকির সমস্যা দেখা দেয়। এছাড়াও ভেজা অবস্থায় চুল আঁচড়ালে চুল পড়তে থাকে। চুলে জট পড়ে। এর চাইতে শ্যাম্পুর পর চুল খোলা রাখুন এবং আঙুল দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। ভিজে চুলে চিরুনি ব্যবহার করবেন না। আর যদি চিরুনি ব্যবহার করতেই হয় তাহলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন।