Dark Circle: কাজের চাপে চোখের তলায় কালি পড়েছে? কনসিলার দিয়ে ঢাকার বদলে ডার্ক সার্কেল দূর করুন চিরতরে

Home Remedies: অনিদ্রা বা ভালভাবে ঘুম না হওয়া, অত্যধিক মানসিক চাপ, ধূমপান, ত্বকের অযত্ন—এরকম একাধিক কারণে ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিতে পারে।

Dark Circle: কাজের চাপে চোখের তলায় কালি পড়েছে? কনসিলার দিয়ে ঢাকার বদলে ডার্ক সার্কেল দূর করুন চিরতরে

| Edited By: megha

Feb 13, 2023 | 1:12 PM

চোখের তলায় কালো প্যাচ দেখতে মোটেই ভাল লাগে না। ডার্ক সার্কেল আপনার সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে। অনিদ্রা বা ভালভাবে ঘুম না হওয়া, অত্যধিক মানসিক চাপ, ধূমপান, ত্বকের অযত্ন—এরকম একাধিক কারণে ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় চোখের উপর বেশি চাপ পড়লেও ডার্ক সার্কেল তৈরি হয়। আবার বয়স বাড়লেও এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু একবার ডার্ক সার্কেল তৈরি হয়ে গেলে তা দূর করা বেশ কঠিন কাজ। ডার্ক সার্কেলের সমস্যা একবার হয়ে গেলে, তা দূর করা যায়ও না। তাই প্রথম থেকে ডার্ক সার্কেলের সমস্যা প্রতিরোধ করা জরুরি। শুধু চোখের তলায় কনসিলার লাগালে কিংবা শুধু নাইট ক্রিমের উপর ভরসা রাখলে চলবে না। ডার্ক সার্কেলের সমস্যাকে দূর করার জন্য আপনি ঘরোয়া প্রতিকার বেছে নিতে পারেন।

১) চোখের নিচে কোল্ড কমপ্রেস করতে পারেন। অর্থাৎ চোখের তলায় বরফ ঘষতে পারেন। এতে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ডার্ক সার্কেলের সমস্যা আপনার ধারের কাছে ঘেঁষবে না।

২) ডার্ক সার্কেল দূর করার ক্ষেত্রে শসার চেয়ে কার্যকর কিছু হয়। শসা গোল করে কেটে ৩০ মিনিট মতো ফ্রিজে রাখুন। তারপর সেটা চোখের উপর লাগিয়ে রাখুন। কিংবা শসার রস বের করে তা সারা মুখ বিশেষত চোখে লাগাতে পারেন। এতে ডার্ক সার্কেলের সমস্যা দূর হয়ে যাবে।

৩) চা বানিয়ে টি ব্যাগ ফেলে দেন? এবার থেকে সেটা ফ্রিজে তুলে রাখুন। তারপর সেই ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রাখুন। এতে আরাম পাবেন। পাশাপাশি ডার্ক সার্কেলের সমস্যা কমবে। গ্রিন টিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা চোখের চারপাশে প্রদাহ কমাতে সাহায্য করবে।

৪) পুদিনা পাতা খেলে তরতাজা অনুভব করেন? পুদিনা পাতা বেটে চোখের চারপাশ লাগালেও আপনাকে তরতাজা দেখাবে। পুদিনার পাতার মধ্যে ভিটামিন সি রয়েছে। তাছাড়া এই ভেষজ উপাদানটি চোখের চারপাশে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এতে ডার্ক সার্কেলের সমস্যা কমবে।

৫) অ্যালোভেরা জেল থাকতে আপনি আর অন্য কোনও উপাদানের কথা কেন ভাবছেন? ডার্ক সার্কেলের কোনও সমাধান না পেলে অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নাইট ক্রিমের মতোই অ্যালোভেরা জেল আপনার চোখের চারপাশের ত্বকের খেয়াল রাখবে এবং ডার্ক সার্কেল পড়তে দেবে না।