Dark Private Parts: গোপনাঙ্গের বিচ্ছিরি কালো দাগে লজ্জিত? হেঁশেলে সমাধান থাকতে চিন্তা কিসের!

Home Remedies: যে সমস্যা নিয়ে মহিলারা প্রকাশ্যে কথা বলতে দ্বিধা বোধ করেন, তা হল গোপনাঙ্গে চারপাশে কালো ছোপ। উরুর দু'পাশে কালো ছোপে অস্বস্তি বোধ করেন অনেকেই।

Dark Private Parts: গোপনাঙ্গের বিচ্ছিরি কালো দাগে লজ্জিত? হেঁশেলে সমাধান থাকতে চিন্তা কিসের!

| Edited By: megha

Apr 03, 2023 | 11:36 AM

মুখের দাগ, ব্রণ, চলকানি এই ধরনের সমস্যা কমবেশি লেগেই থাকে। আর এর সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিকারও থাকে হাতের কাছে। কিন্তু যে সমস্যা নিয়ে মহিলারা প্রকাশ্যে কথা বলতে দ্বিধা বোধ করেন, তা হল গোপনাঙ্গে চারপাশে কালো ছোপ। উরুর দু’পাশে কালো ছোপে অস্বস্তি বোধ করেন অনেকেই। কিন্তু এর প্রতিকার কী সেটাই অনেকেই জানেন। এমন দাগছোপ নিয়ে অনেকেই বিকিনি বা হট প্যান্ট বা শর্টস পরতেও লজ্জা পান। মূলত ঘাম, আঁটসাঁট পোশাক এবং হরমোনজনিত কারণে পেলভিক এলাকা এবং উরুর দু’পাশে কালো ছোপ দেখা দেয়। নামী-দামি পণ্য ছাড়াও ঘরোয়া প্রতিকারের সাহায্যে আপনি এই দাগছোপ দূর করতে পারেন।

টক দই- টক দই গোপনাঙ্গের চারপাশের দাগছোপ দূর করতে সাহায্য করে। এটি গোপনাঙ্গের চারপাশের ত্বকের চুলকানি, র‍্যাশ এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে। কালো দাগের উপর টাটকা টক দই ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন- বেসনে গোলাপ জল মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি আপনার গোপনাঙ্গের চারপাশের ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফল পাওয়ার জন্য এই উপায়টি আপনি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

অ্যালোভেরা জেল- রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। এই হল এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ব্রণ থেকে দাগছোপ সব কিছু দূর করে দেয়। গোপনাঙ্গের চারপাশে দাগছোপ দূর করতে আপনি রোজ ওই জায়গায় অ্যালোভেরা জেল মালিশ করুন। ২০-৩০ মিনিট রাখুন। অ্যালোভেরা জেলের মধ্যে মিনারেল ও ভিটামিন রয়েছে যা কোলাজেন বৃদ্ধি করে এবং দাগছোপ দূর করে।

কমলালেবুর রস ও হলুদ- বিকিনি লাইনের চারপাশের জায়গায় দাগছোপ দূর করতে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। অন্যদিকে, কমলালেবুর রসে ব্লিচিং এজেন্ট রয়েছে। এক চামচ কমলালেবুর রসে এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে কালো দাগের উপর লাগান। সপ্তাহে ২-৩ বার এই প্রতিকারটি আপনি ব্যবহার করতে পারেন।

গোলাপ জল ও চন্দন- চন্দনের মতো উপকারী প্রাকৃতিক উপাদান খুব কম রয়েছে। চন্দন গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। কিংবা গোলাপ জল দিয়ে চন্দন বেটে নিন। এটি আপনি ত্বকের উপর লাগাতে পারেন। শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আলু- গোল করে আলু কেটে নিন। এবার ওই আলু গোপনাঙ্গের চারপাশের ভাল করে ঘষে নিন। আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে। আলু ত্বকের দাগছোপ দূর করতে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এই উপায়েও আপনি উরুর চারপাশের কালো দাগ দূর করতে পারবেন।