Dark Spot Removal: মেকাআপ দিয়ে কালো দাগ ঢাকেন? আর লাগবে না কন্সিলার, মেনে চললে এই নিয়ম

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 17, 2023 | 12:24 PM

Dark Spot: মৌরি শুধুমাত্র একটি দুর্দান্ত মশলা নয়, এটি ত্বকের ডি-ট্যানিংয়ের জন্যও উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মৌরি খেলে রক্ত ​​বিশুদ্ধ হয়। এটি লাগালে, ত্বকের কালো ভাব দূর হয়। এজন্য, মৌরি ভালো করে পেস্ট করে গুঁড়ো তৈরি করুন। এবার ব্যবহার করুন।

Dark Spot Removal: মেকাআপ দিয়ে কালো দাগ ঢাকেন?  আর লাগবে না কন্সিলার, মেনে চললে এই নিয়ম
ত্বকের দাগছোপ

Follow Us

অনেকসময়ই অনেকের মুখে কালো দাগ দেখা যায়। এগুলি ব্রণ কিংবা অন্যান্য কারণেও হতে পারে। ত্বকের দাগ এবং ব্রণ শুধু সৌন্দর্যই নষ্ট করে না, অনেকসময় আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। ত্বকের নানা সমস্যা থেকে রেহাই পেতে বাজারে অনেক দামী বিউটি প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু অনেক সময় এগুলো ব্যবহারেও কাঙ্খিত ফল পাওয়া যায় না। হরমোনের পরিবর্তনের কারণে এবং কখনও কখনও শরীরে পুষ্টির অভাবের কারণেও অনেকের মুখে কালো দেখা দিতে পারে।

তাই এবার অন্য সবকিছু থেকে নজর সরিয়ে মুখের কালো দাগ দূর করতে প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন। এর জন্য আপনার না দামী বিউটি প্রোডাক্ট লাগবে না পার্লারে গিয়ে দামি ফেসিয়ালও করাতে হবে না। আর দেরি না করে জেনে নিন ঘরোয়া উপায়ে কীভালে মুখের দাগ দূর করবেন…

শসা:

শসা ত্বকের জন্য খুবই ভালো। এতে শুধু ত্বকের ট্যানই দূর হয় না, সেই সঙ্গেই ত্বকের কালো দাগ ছোপের সমস্যাও মেটে। ত্বকের কালো দাগ দূর করতে শসার রসে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তুলোর সাহায্যে কপালসহ পুরো মুখে লাগান। এরপর একটু ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।

মৌরি:

মৌরি শুধুমাত্র একটি দুর্দান্ত মশলা নয়, এটি ত্বকের ডি-ট্যানিংয়ের জন্যও উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মৌরি খেলে রক্ত ​​বিশুদ্ধ হয়। মৌরির ফেসপ্যাক লাগালে ত্বকের কালো ভাব দূর হয়। এজন্য মৌরি ভালো করে পেস্ট করে গুঁড়ো তৈরি করুন। তারপর তাতে দই ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি পুরো মুখে লাগান, ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

বাদাম তেল:

বাদাম তেল ত্বকের কালো ছোপ দূর করতে দারুণ সাহায্য করে। এক চামচ বাদাম তেলে এক চামচ মধু এবং এক চামচ দুধের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার তা গোটা মুখে লাগিয়ে শুকাতে দিন। প্রায় ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক উজ্জ্বল দেখাবে।

Next Article