
শরীরে অবাঞ্ছিত লোমের সমস্য়া নতুন নয়। এই ধরনের অবাঞ্ছিত লোম দূর করতে বেশিরভাগ মহিলাই ওয়াক্সিং-এর সাহায্য নেন। ওয়াক্সিং করতে তাই ছোটেন পার্লারে। এতে টাকাও যেমন খরচ হয় তেমনই অনেকসময়ই মনের মতো ফল পাওয়া যায় না। তাই এমন কিছু চাই যাতে পকেটও বাঁচবে আর ভাল ফলও মিলবে। তার জন্য কী করতে হবে জানুন…
শরীরের যে অংশের লোম আপনি তুলতে চাইছেন সেখানটা ভালভাবে পরিষ্কার করে নিন। যদি কোল্ড ওয়াক্স করতে চা হালকা গরম ব্যবহার করার দরকার নেই। ত্বকে সামান্য পাউডার লাগান, যাতে আর্দ্রতা না থাকে। এরপরে, লোমের বৃদ্ধির দিকে একটি স্প্যাটুলার সাহায্যে সেই জায়গায় মোম লাগান। এবার ওয়াক্সিং স্ট্রিপটি ভালভাবে লোমযুক্ত স্থানে লাগান। একটু চেপে টেনে তুলে নিন। দেখবেন সব লোম উঠে গিয়েছে। এবার ত্বক ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ওয়াক্সিং করার সময় মাথায় রাখতে হবে যা কিছু:
অবশ্যই ওয়াক্সিং একটি সহজ প্রক্রিয়া, কিন্তু তবুও কিছু সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। ওয়াক্সিং করার সময় সবসময় নতুন ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করুন।
এবং সবসময় সঠিক দিক দিয়ে ওয়াক্সিং স্ট্রিপ লাগান। ওয়াক্সিং করার পরে, একটি সামান্য ভেজা এবং পরিষ্কার সুতির কাপড় বা ন্যাপকিন দিয়ে সেই জায়গাটি ভালভাবে মুছুন। একই জায়গায় বারবার জেল ব্যবহার করবেন না,এতে ত্বক লাল হয়ে যেতে পারে।
কীভাবে বাড়িতেই ওয়াক্সিং জেল বানাবেন?
ওয়াক্সিং করতে যেটা মূলত লাগে তা হল ওয়াক্সিং জেল। যেটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তার জন্য কী করতে হবে জেনে নিন ঝটপট। বাড়িতে জেল তৈরি করতে আপনার প্রয়োজন চিনি, লেবুর রস, মধু এবং জল। জেল তৈরি করতে প্রথমে চিনিতে জল দিয়ে অল্প আঁচে গরম করুন। চিনি গলে গেলে অন্য পাত্রে ঢেলে তাতে মধু ও লেবুর রস দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। ব্যাস প্রস্তুত আপনার ওয়াক্সিং জেল।