
পুজোর জন্য একটু সাজগোজ না করলে চলে না। উৎসবের রঙে বাড়িঘর সাজিয়ে তুলছেন। তার সঙ্গে নিজের লুকেও পরিবর্তন আনবেন। বছরের এই সময়টাই সবচেয়ে বেশি ভিড় হয় স্যালোঁতে। প্রতি বছরের পর এবছরও অনেকেই চুল স্ট্রেটনিং করাবেন। আবার কেউ বেছে নেবেন কেরাটিন ট্রিটমেন্ট। চুল সোজা করতে বেশ ঝক্কি পোহাতে হয়। তার সঙ্গে খরচও হয় অনেক। এমনকী চুল সোজা করার পরও আপনাকে তার যত্ন নিতে গাঁটের খড়ি খসাতে হয়। তার চেয়ে পুজোর কয়েকটা দিনের জন্য ঘরোয়া প্রতিকার বেছে নিন। এতে সারাবছর আপনার চুল সোজা না থাকলেও, পুজোর পাঁচদিন আপনার লুক একদম বদলে যাবে। বরং এই টোটকাগুলো জেনে রাখলে আপনি যখন-তখন চুল সোজা করতে পারবেন, তাও বিনা খরচে। পাশাপাশি আপনার চুলের কোনও ক্ষতি হবে না।
চুল সোজা করতে গেলে তাপ দিতে হয়। চুলের উপর যত বেশি তাপ প্রয়োগ করবেন, চুলের টেক্সচার নষ্ট হবে। তাপের কারণে চুলের আর্দ্রভাব নষ্ট হয়ে যায়। তাই অনেকেই ইচ্ছে থাকলেও স্ট্রেটনিং করাতে চান না। আর যদি কেরাটিন ট্রিটমেন্ট করালেও অল্প বিস্তর তাপ প্রয়োগ করতেই হয়। কিন্তু ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে তাপ প্রয়োগ করতে হয় না। পাশাপাশি কোনও রকম রাসায়নিকও ব্যবহার ছাড়াই চুল সোজা হয়ে যায়। বাড়িতে কীভাবে চুল সোজা করবেন, দেখে নিন…
চুল বাঁধুন এভাবে:
রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল আঁচড়ানো ভীষণ জরুরি। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত হয়। চুল আঁচড়ানোর সময় সমস্ত জট ছাড়িয়ে নিন। এরপর চুলে জল স্প্রে করে ৮০ শতাংশ ভিজিয়ে নিন। এবার পুরো চুল একপাশে নিয়ে রবার ব্যান্ড গোড়া বেঁধে নিন। কিছুটা চুল ছেড়ে আবার রবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। এভাবে গোটা চুলটা বেঁধে নিন। এভাবেই ঘুমিয়ে পড়ুন। সকালবেলা ঘুম থেকে উঠে বাঁধন খুলে চুল আঁচড়ে নিন। এতেই আপনি পেয়ে যাবেন সোজা চুল। তাও কোনও তাপ প্রয়োগ করা ছাড়াই।
অ্যালোভেরা ব্যবহার করুন:
চুলের যত্নে সবসময় অ্যালোভেরা সেরা ফলাফল দেয়। বিশেষত চুল পড়া, ফ্রিজিনেস, খুশকি দূর করার ক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। যদি বিশেষ দিন উপলক্ষে চুল সোজা করতে চান, তাহলেও সাহায্য নিতে পারেন অ্যালোভেরা জেলের। ছাদবাগানে থাকা অ্যালোভেরা গাছ থেকে একটা পাতা কেটে আনুন। অ্যালোভেরার নির্যাস বের করে নিন। এবার এই তাজা অ্যালোভেরা জেল হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর বাকি অ্যালোভেরার শাঁস শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। এতেই আপনি সোজা চুল পেয়ে যাবেন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।