Dark underarms: গোপনাঙ্গের কালো নোংরা দাগ তুলে ফেলুন সহজ এই ঘরোয়া টোটকায়, ত্বক হবে কাচের মত ফর্সা

Home Remedies: একটি বাটিতে গোলাপ জল দু চামচ, ২ চামচ গ্লিসারিন, লেবুর রস, এক চামচ অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। স্নানের আগে এই প্যাক ভাল করে লাগিয়ে নিন যেখানে কালো ছোপ রয়েছে

Dark underarms: গোপনাঙ্গের কালো নোংরা দাগ তুলে ফেলুন সহজ এই ঘরোয়া টোটকায়, ত্বক হবে কাচের মত ফর্সা
কী ভাবে তুলবেন ব্ল্যাকস্পট

| Edited By: রেশমী প্রামাণিক

Aug 19, 2023 | 9:30 AM

ঘাড়, কনুই, বগলে কালো ছোপ পড়া খুব স্বাভাবিক ঘটনা। যারা নিয়মিত ভাবে স্নান করে না, অপরিষ্কার থাকে, গায়ে সাবান দেয় না তাদের এই নোংরা ছোপ বেশি পড়ে। গলায় কালো ছোপ পড়া আসলে কিছুই না। দীর্ঘদিন ধরে নোংরা, ঘাম, ময়লা এসব জমতে থাকলে তখনই কালো ছোপ পড়ে। আমাদের যা আবহাওয়া তাতে সারা বছরই গরম, ঘাম এসব লেগে থাকে। এই গরমে , ঘামে ঠিকমতো সাবান মেখে স্নান না করলে তখন এমন নোংরার পোচ পড়বেই। আবার অনেকের বগলে এই কালো ছোপ পড়ে। এর কারণ অনেকগুলি। নিয়মিত ভাবে খুব টাইট পোশাক পরলে, রেজার বেশি ব্যবহার করলে, নানা রকম ডিওডোরেন্ট প্রায়শই স্প্রে করলে সেখান থেকে এই কালো ছোপ বেশি পড়ে। তবে এমন নয় যে কালো এই দাগের জন্য স্লিভলেস কিছু পরতে পারবেন না। সেই কারণেই আজ থাকল ঘরোয়া একটি টোটকা। এই ভাবে ঘরোয়া উপকরণেই সহজে বগল, হাতের কালো দাগ তুলে ফেলতে পারবেন।

তবে বগলে কালো ছোপ বেশি হলে লজ্জা পাবেন না। নিজে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও কিন্তু নিতে পারেন। এতে দাগ-ছোপ সহজে তুলে ফেলতে পারবেন। তবে এই টোটকা মানলে খুবই ভাল কাজ হবে। সামনেই পুজো আসছে। ফ্যাশনেবল পোশাক পরতে হলে এখন থেকেই নিজেকে তৈরি করুন।

একটি বাটিতে গোলাপ জল দু চামচ, ২ চামচ গ্লিসারিন, লেবুর রস, এক চামচ অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। স্নানের আগে এই প্যাক ভাল করে লাগিয়ে নিন যেখানে কালো ছোপ রয়েছে। বগলে, ঘাড়ে, কনুই, হাঁটুতে এই প্যাক ভাল করে লাগিয়ে নিন। ২৫ মিনিট পর তা শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এছাড়াও নিয়মিত ভাবে স্ক্রাবিং করতে হবে। চিনি, চালগুঁড়ো, লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্রায়শই যদি স্ক্রাব করেন তাহলে এই নোংরা বসার সুযোগ পায় না। ফলে কালো দাগ-ছোপও থাকবে না। লেবুর রসে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅকেসিডেন্ট। যে কারণে দাগ-ছোপ দ্রুত উঠে যায়।