
খুশকি, চুল পড়া, দু’মুখো চুল, শুষ্ক চুল—এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। কমবেশি সকলেই ভোগেন এই ধরনের সমস্যায়। কিন্তু মাথায় উকুন হলে রাতের ঘুম উড়ে যায়। অনেকে এই সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতেও লজ্জা পান। যদিও উকুনের সমস্যা বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তবে, উকুন দূর করতে কালঘাম ছুটে যায়। বাজারে এমন অনেক শ্যাম্পু যেগুলো উকুন দূর করতে সাহায্য করে। কিন্তু সেগুলো দিনের পর দিন ব্যবহারের পরও ১০০ শতাংশ ফলাফল পাওয়া যায় না। তাই বেছে নিন ঘরোয়া প্রতিকার।
ঘরোয়া উপায়ে উকুন দূর করুন-
১) ভিজে চুলে চিরুনি দিলে চুলের ক্ষতি হয়। কিন্তু উকুন দূর করতে হলে, এই টোটকাই আপনাকে মানতে হবে। সরু দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। ছোট-ছোট ভাগ করে চুল আঁচড়ে নিন। এতে সহজেই উকুন বাছা যায়।
২) চুলে তেল মেখেও আপনি উকুনের সমস্যাকে দূরে রাখতে পারেন। নারকেল তেল বা আমন্ড অয়েল, যে কোনও তেল বেছে নিন। ছোট-ছোট ভাগ করে স্ক্যাল্পে তেল মালিশ করুন। এরপর সরু দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। উকুন ধরা পড়বেই।
৩) এসেনশিয়াল অয়েলের সাহায্য নিন। টি ট্রি অয়েল ল্যাভেন্ডার, পেপারমিন্ট, নিমের মতো একাধিক এসেনশিয়াল অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। নারকেল তেলের সঙ্গে ১৫-২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগান। দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি উকুনের জ্বালাতন থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।
৪) ভিনিগারের সাহায্য নিতে পারেন। অ্যাপেল সাইডার ভিনিগার উকুনের সমস্যা দূর করতে সাহায্য করে। ১/২ কাপ জলে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তারপর এতে তুলোর বল ডুবিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে চুল আঁচড়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন।
৫) নিম পাতা উকুনের বিষ। নিম পাতা গুঁড়ো বা বেটে নিন। এতে টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার প্যাক স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। এছাড়া আপনি নিম তেল ব্যবহার করতে পারেন। এতে আপনি উকুনের সমস্যা দূর হয়ে যাবে।
উকুন দূর করতে গেলে যেসব বিষয় মাথায় রাখবেন-
উকুন দূর করার টোটকা একদিন ব্যবহার করলে উপকার পাবেন না। যতদিন না উকুন সম্পূর্ণরূপে দূর হচ্ছে প্রতিকারগুলো নিয়মিত ব্যবহার করে যেতে হবে। আপনি যে তোয়ালে, চিরুনি ব্যবহার করবেন, সেগুলো ভাল করে ধুয়ে নেবেন। পাশাপাশি সেগুলো অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। উকুন দূর করার টোটকা কাজে লাগানোর সময় বাজারচলতি লাইস ট্রিটমেন্ট শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। কিন্তু কোনও কন্ডিশনার ব্যবহার করবেন না।