Home Remedies: রাসায়নিক মেশানো রঙ এড়িয়ে চলুন! দোলের আগে ও পরে নখের যত্ন নেবেন কীভাবে, জানুন

Holi Care Tips: রঙের খেলায় মত্ত থাকার সময় ঘণ্টার পর ঘণ্টা বাজারচলতি রাসায়নিক মেশানো রঙিন জলে নখ-হাত ডুবে থাকে। ফলে সেটি দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হোন অনেকেই।

Home Remedies: রাসায়নিক মেশানো রঙ এড়িয়ে চলুন! দোলের আগে ও পরে নখের যত্ন নেবেন কীভাবে, জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2022 | 10:05 AM

আর কয়েকদিন পরই দোল উত্‍সব (Holi 2022)। সকাল থেকে বিকেল পর্যন্ত নানা রঙের আবির (Gulal) ও জল রঙে ঢেকে গিয়ে নিজেদের আসল চেহারাটাই পাল্টে যায়। কয়েক ঘণ্টা খেলার পরই একেক জনকে চেনাই দুস্কর হয়ে ওঠে। রঙের খেলায় যে যত বেশি মেতে উঠবে, সেই রঙ তোলার সময় তার তত কষ্ট।

রঙের খেলায় মত্ত থাকার সময় ঘণ্টার পর ঘণ্টা বাজারচলতি রাসায়নিক মেশানো রঙিন জলে নখ-হাত ডুবে থাকে। ফলে সেটি দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হোন অনেকেই। তাই হোলির আগে ও পরে নখের (Nail Care) ও হাতের যত্ন নেওয়া আবশ্যিক। সেগুলি কীভাবে করবেন, তা জেনে নিন এখানে…

দোলের আগে নখের যত্ন

রাসায়নিক ও ক্ষতিকারক রঙ থেকে আপনার নখকে রক্ষা করার জন্য প্রথমে যেটি করার দরকার, তা হল নখে ট্রান্সপারেন্ট নেইল পেইন্ট লাগিয়ে নিন। তাতে হোলি বা দোল খেলার পর নখ থেকে রঙ তুলতে সহজ হবে।

আরও একটি উপায় রয়েছে, নখে ডার্ক শেডের নেইল পলিশ ব্যবহার করুন। তাতে রঙের ক্ষতিকারক জিনিসগুলি নখের সঙ্গে লেগে থাকতে দেবে না। বরাবরের মত নখ পরিস্কার থাকবে। হালকা শেডের পরলে সেটি রঙ শোষন করতে পারেন।

দোল-পরবর্তী পরিচর্যা

– হোলির রং আপনার নখকে নিস্তেজ এবং ভঙ্গুর করে তোলে। নখ থেকে রঙ দূর করতে কখনওই গরম জল ব্যবহার করবেন না। তাতে নখে রঙগুলি বেশি করে আটকে যাবে। নখ থেকে রঙ তুলতে ঘরের তাপমাত্রায় ঠান্ডা জল ব্যবহার করুন।

– দোলের পর নখের যত্ন নেওয়ার জন্য গোলাপ জলে আপনার নখ ডুবিয়ে রাখতে পারেন। আপনার হাত এবং নখ থেকে সমস্ত রঙ অপসারণ করতে সহায়তা করবে। হোলি খেলে আপনার নখ হলুদ দেখাতে শুরু করতে পারে। আপনার নখ সাদা করার জন্য আপনার লেবুর রসে ভরা একটি বাটিতে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। লেবুর রস একটি ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে। সমস্ত রঙের দাগ পরিষ্কার করে হলুদ নখকেও সাদা করতে সাহায্য করে।

– হোলির রং থেকে মুক্তি পেতে অনেকেরই হাত স্ক্রাব করার অভ্যাস আছে। তবে নখের সুবিধার জন্য এই স্ক্রাবিং এড়িয়ে যাওয়া উচিত। তাতে খের অবস্থা আরও খারাপ করতে পারে। জলে বাদামের তেল যোগ করুন এবং তারপরে আপনার হাত ডুবিয়ে রাখুন। খুব সহজেই দোলর রঙ থেকে মুক্তি মিলবে।

– হোলির রং মুছে ফেলার জন্য দ্রুত ম্যাকিওর করার জন্য সেলুনে যাওয়ার পরিকল্পনা করছেন? এমনটা মোটেও করবেন না। কয়েকদিন ম্যানিকিউর এড়িয়ে চলাই ভালো। আপনার নখকে একটু শ্বাস নিতে দিন। কয়েক দিনের জন্য আপনার নখে কোনও নেইল পেইন্ট ব্যবহার করা এড়িয়ে চলুন।

– হোলির রং দূর করার জন্য একটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার হল নখে আমচুর পাউডার ব্যবহার করা। নখের উপর এই পাউডারের কিছু ব্যবহার করতে পারেন এবং তারপরে রঙ পরিত্রাণ পেতে একটি টুথব্রাশ দিয়ে স্ক্রাব করতে পারেন।

আরও পড়ুন: Holi Hair Care Tips: হোলিতে চুল নষ্ট হওয়ার ভয়? রঙে জুবজুবে চুল ধোওয়ার আগে এই সহজ ট্রিকসগুলি মেনে চলুন

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।