Lemon In Skin Care: উজ্জ্বল সুন্দর ত্বকের সিক্রেট লুকিয়ে পাতি লেবুতে, জানুন কীভাবে ব্যবহার করলে কাজ হবে

Lemon Use: ত্বকের কালো দাগছোপ মেটাতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার। এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে এক চামচ লেবুর রস মেশান। এবার তা গোটা মুখে লাগিয়ে ধুয়ে নিন। ভাল ফল পাবেন।

Lemon In Skin Care: উজ্জ্বল সুন্দর ত্বকের সিক্রেট লুকিয়ে পাতি লেবুতে, জানুন কীভাবে ব্যবহার করলে কাজ হবে
রূপচর্চায় লেবুর ব্যবহার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 12:54 PM

ঝকঝকে সুন্দর ত্বকের স্বপ্ন কমবেশি সবাই দেখেন। কিন্তু এই স্বপ্ন সত্যি তো আর এমনি হয় না। এর জন্য আপনাকেও বিশেষ যত্ন নিতে হবে। ত্বকের যত্নে দারুণ উপকারি লেবু। অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সিযুক্ত লেবু দাগছোপ মেটানো, পিগমেন্টেশনের মতো ত্বকের হাজার সমস্যা মেটায়। তবে এর জন্য জানতে হবে সঠিক ব্যবহার। জানুন রূপচর্চায় কীভাবে যোগ করবেন লেবু…

শসা ও লেবুর রস: ত্বকের যত্নে শসার ব্যবহার বেশ পরিচিত। এই শসার সঙ্গে লেবু মেশালে আরও ভাল ফল পাবেন। এক চামচ শসার রসের সঙ্গে এক চামচ লেবুর রস মেশান। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যাপেল সাইডার ভিনিগার ও লেবুর রস: ত্বকের কালো দাগছোপ মেটাতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার। এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে এক চামচ লেবুর রস মেশান। এবার তা গোটা মুখে লাগিয়ে ধুয়ে নিন। ভাল ফল পাবেন।

টমেটো ও পাতিলেবুর রস: টমেটো ত্বকের জন্য বেশ উরকারি। সান ট্যান তুলতে এর জুড়ি নেই। আর এর সঙ্গে লেবুর রস মেশালে আর দেখে কে! একটা টমেটো পেস্ট করে তাতে এত চামচ লেবুর রস মেশান। এবার এই মিশ্রণটি ভাল করে গুলে পুরো মুখে লাগিয়ে নিন। ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও লেবুর রস: ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করে বেকিং সোডাও। এর সঙ্গে লেবু মিশিয়ে লাগালে কাজ হবে। তবে সপ্তাহে একবার এটি ব্যবহার করতে হবে।

নারকেল তেল ও লেবুর রস: নারকেল তেল ও লেবুর রসেও কাজ হবে। এচ চামচ নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে গোটা মুখে লাগিয়ে ধুয়ে নিন। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।

লেবুর রস ও হলুদ:

আদিযুগ থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে হলুদ। এক চামচ হলুগ গুঁড়োর সঙ্গে এক চামচ লেবুর রস ও দুধ মিশিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।