Hair Care Tips: শ্যাম্পু বা কন্ডিশনার নয়, চুল নরম আর তুলতুলে হবে এই নুনের গুণেই

Salt For Hair: সামুদ্রিক নুন নিয়মিত ভাবে ব্যবহার করলে চুলের বৃদ্ধি ভাল হয় সেই সঙ্গে খুশকির সমস্যাও দূর করা যায়

Hair Care Tips: শ্যাম্পু বা কন্ডিশনার নয়, চুল নরম আর তুলতুলে হবে এই নুনের গুণেই
কী ভাবে ব্যবহার করবেন নুন

| Edited By: রেশমী প্রামাণিক

May 11, 2023 | 4:09 PM

ডায়াবেটিস, কোলেস্টেরলের মতই চুলের সমস্যা এখন ঘরে ঘরে। চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল রক্ষ্ম হয়ে যাচ্ছে-চুল নিয়ে অভিযোগের শেষ নেই। লেবু, ভিনিগার, টকদই- চুলের যত্নে কত কিছুই না ব্যবহার করা হয়। এছাড়াও খুশকি রুখতে অনেকেই নিয়মিত ভাবে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। তবে জানেন কি রান্নাঘরে থাকা এই সাধারণ উপাদানই আপনার চুলের জন্য সেরা।

খুশকি বৃদ্ধির পিছনে প্রধান কারণ হল মাথার ত্বকের মৃত কোষ যা ফ্লেক্সে পরিণত হয় এবং আর্দ্রতা। এই আর্দ্রতার কারণে ছত্রাকের বৃদ্ধি ঘটে। আর এই খুশকি ঠেকাতে খুবই ভাল কাজ করে নুন। নুন দিয়ে ভাল করে মাথায় ম্যাসাজ করে নিন। এতে চুলের অকিরিক্ত তেল যেমন শোষণ করে নেবে তেমনই চুল থেকে ছত্রাক দূর হয়ে যাবে।

চুল বৃদ্ধিতেও সাহায্য করে নুন। নারকেল তেলের সঙ্গে নুন মিশিয়ে ম্যাসাজ করুন। নুন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। নুন দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। ফলে চুল বাড়ে। মিশিয়ে নিতে পারেন কর্পূরও।

অত্যধিক তৈলাক্ত চুল যাঁদের তাদের প্রতি একদিন অন্তর চুলে শ্যাম্পু করতে হয়। এবার তৈলাক্ত চুলে তেল মালিশ করা খুবই সমস্যায়। রোজ যদি নুন মালিশ করেন তাহলে একদিন অন্তর শ্যাম্পু করলেই কাজ হবে। আর তেল ভাবও কমবে। সামুদ্রিক নুনের মধ্যেও অনেক উপকারী উপাদান থাকে। এর মধ্যে থাকে ক্যালশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম।, ব্রোমাইড, সালফাইড। যা চুলের জন্য খুবই ভাল। আর এই নুন নিয়মিত ভাবে ব্যবহার করলে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন পড়বে না। এতে চুল ভালও থাকবে।