
কোথাও বেড়াতে যাওয়ার আগে, অনুষ্ঠানের আগেই মুখে ব্রণ বেরিয়ে যায়। সারা সপ্তাহ মুখ পরিষ্কার থাকলে ঠিক বিশেষ দিনের আগে মুখে দেখা দেয় ব্রণ। এমন সমস্যায় কমবেশি সব তরুণীরাই ভোগেন। কিন্তু সমস্যা হল, কীভাবে রাতারাতি এই ব্রণর সমস্যা দূর করবেন। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা, ভুল স্কিন কেয়ার, দূষণ এবং আরও অন্যান্য কারণ ব্রণর সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাকে রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে, বিশেষ দিনের আগে ব্রণ বেরোলে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। আপনার হেঁশেলেই এমন সমাধান লুকিয়ে রয়েছে, যা এক রাতের মধ্যে ব্রণর লালচে ভাব, ফোলাভাব এবং ব্যথা কমিয়ে দিতে পারে।
লবঙ্গ- ব্রণর সমস্যা থেকে রাতারাতি রেহাই পেতে লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গ ব্যবহার করে আপনি এক রাতের মধ্যে ব্রণর ব্যথা ও ফোলাভাব কমিয়ে ফেলতে পারেন। লবঙ্গের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। হালকা গরম জলে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট শুধু ব্রণর উপর লাগান। প্রথমদিকে জ্বালাভাব অনুভূত হতে পারে। রাতে এই পেস্ট ব্রণর উপর লাগালে, সকালে ঘুম থেকে উঠে দেখবেন কমে গিয়েছে ব্যথা ও ফোলাভাব।
হলুদ- ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে হলুদ দারুণ কার্যকর। হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা নিমেষে ব্রণর সমস্যা দূর করতে পারেন। নিয়মিত মুখে হলুদ মাখলে আপনি একাধিক উপকার পাবেন। আর রাতারাতি ব্রণর সমস্যা পরিত্রাণ পেতে কাঁচা দুধে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ব্রণর উপর লাগান। ১৫-২০ মিনিট পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল- রূপচর্চার দুনিয়ায় অ্যালোভেরার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আপনি যদি নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখেন, তাহলে ব্রণর সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। এক রাতের মধ্যেও অ্যালোভেরা জেল আপনার ব্রণকে নিমেষে উধাও করতে পারে। ব্রণর উপর তাজা অ্যালোভেরা জেল লাগান। ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। সারারাতও ত্বকের উপর অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন। এতে আপনার ব্রণর ব্যথা, লালচে ভাব ও ফোলাভাব কমে যাবে।
বরফ- ব্রণ যেমন মুখের সৌন্দর্য নষ্ট করে, তেমনই ত্বকের উপর প্রদাহ তৈরি করে। ফুলে যায়, ব্যথা হয়, ব্রণর চারপাশের এলাকায় চুলকানি হয়। এই সব সমস্যা বেশ অস্বস্তিকর। এই সমস্যা থেকে রাতারাতি রেহাই পেতে ব্রণর উপর বরফ লাগান। আপনি শসা ও অ্যালোভেরা জেলের বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন। এতে ব্রণর ব্যথা ও জ্বালাভাব নিমেষে কমে যাবে।