Back Acne: দাগছোপ ছাড়াই পুজোয় পরুন ব্যাকলেস ড্রেস, পিঠের ব্রণ তাড়ান সহজ উপায়ে

Acne Skin Care: হরমোনের ভারসাম্যহীনতা থেকে শুরু করে অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া পিঠভর্তি ব্রণর কারণ হতে পারে। এই ব্রণই পরে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হয়ে দাঁড়ায়। ঘরোয়া টোটকার সাহায্য নিয়ে আপনি সহজেই 'ব্যাকনে'-এর সমাধান করতে পারেন।

Back Acne: দাগছোপ ছাড়াই পুজোয় পরুন ব্যাকলেস ড্রেস, পিঠের ব্রণ তাড়ান সহজ উপায়ে

| Edited By: megha

Aug 30, 2023 | 9:00 AM

পিঠভর্তি ব্রণ নিয়ে ব্যাকলেস ব্লাউজ পরতে অনেকেই কিন্তু বোধ করেন। কিন্তু এই সমস্যার সমাধান অনেকেই খুঁজে পান না। মুখের পাশাপাশি পিঠেও ব্রণ হলে তা অস্বস্তিকর হয়ে ওঠে। পছন্দমতো পোশাক পরা যায় না। তার উপর ব্যথা হয়। ‘ব্যাকনে’-এর পিছনে নানা কারণ দায়ী হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা থেকে শুরু করে অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া পিঠভর্তি ব্রণর কারণ হতে পারে। এই ব্রণই পরে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস হয়ে দাঁড়ায়। বর্ষায় এ ধরনের সমস্যা বাড়ে। তবে, ভয় পাওয়ার কিছু নেই। ঘরোয়া টোটকার সাহায্য নিয়ে আপনি সহজেই ‘ব্যাকনে’-এর সমাধান করতে পারেন।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াম উপাদান রয়েছে। নিয়মিত এই এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে সহজেই আপনার ব্রণর সমস্যা দূর হয়ে যাবে। ১ চামচ নারকেল তেলের সঙ্গে ৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেলের মিশ্রণটি পিঠে ভাল করে লাগিয়ে নিন। সারারাত রেখে দিন। পরদিন সকালে স্নান করে নিন। এই টোটকা রোজ কাজে লাগাতে পারলে ভাল। কিংবা সপ্তাহে একবারও ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা জেল

ব্রণ ও ত্বক সংক্রান্ত যে কোনও সমস্যা থেকে মুক্তি দেয় অ্যালোভেরা। পিঠের ব্রণ দূর করতেও আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। এই জেল সরাসরি পিঠে ব্রণর উপর লাগান। মিনিট ৩০ রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই টোটকা কাজে লাগালে আপনি ‘ব্যাকনে’-এর সমস্যা থেকে মুক্তি পাবেন।

লেবুর রস

লেবুর রসের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণর ফোলাভাব ও লালচে ভাব কমাতে সাহায্য করবে। পাতিলেবুর রস নিয়ে আপনি সরাসরি ব্রণর উপর লাগান। ৩০ মিনিট রাখুন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এভাবে লেবুর রস ব্যবহার করলে ব্রণর সমস্যা দূর হয়ে যাবে।

বেকিং সোডা

বেকিং সোডা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এটি লালচে ভাব কমিয়ে ত্বককে মসৃণ করে তোলে। পাশাপাশি অতিরিক্ত তেল দূর করে এবং ব্রণ সমস্যাকে নিয়ন্ত্রণ করে। ১ চামচ বেকিং সোডায় অল্প জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ত্বকের উপর লাগান। ২০ মিনিট রেখে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে নিন। দিনে ২-৩ বার আপনাকে এই টোটকা কাজে লাগাতে হবে।