Skin Care Tips: এক সপ্তাহে ট্যান তুলবেন কীভাবে? ট্রাই করতে পারেন এইসব ঘরোয়া টোটকা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 04, 2021 | 9:58 AM

মূলত টকদই, হলুদ, অ্যালোভেরা জেল, পাতিলেবুর রস, মধু, অলিভ অয়েল, দুধের সর কিংবা দুধ বা নারকেলের দুধ--- এইসব উপকরণ নিমেষে ট্যান তুলতে সাহায্য করে।

Skin Care Tips: এক সপ্তাহে ট্যান তুলবেন কীভাবে? ট্রাই করতে পারেন এইসব ঘরোয়া টোটকা
এক সপ্তাহে ট্যান তুলবেন কীভাবে?

Follow Us

একসপ্তাহে ট্যান তুলতে চান? এক্ষেত্রে ভরসা কিন্তু ঘরোয়া পদ্ধতি। বাড়িতে তৈরি বিভিন্ন প্যাকের জাদুতেই মাত্র সাতদিনে উধাও হবে আপনার ত্বকের ‘সান-ট্যান’। কী কী উপকরণ দিয়ে ‘হোমমেড প্যাক’ তৈরি করা যায়, কীভাবেই বা সেগুলো লাগাতে হবে, এইসব খুঁটিনাটি নিয়ে রইল কিছু পরামর্শ। মূলত টকদই, হলুদ, অ্যালোভেরা জেল, পাতিলেবুর রস, মধু, অলিভ অয়েল, দুধের সর কিংবা দুধ বা নারকেলের দুধ— এইসব উপকরণ নিমেষে ট্যান তুলতে সাহায্য করে। তাই এইসব উপাদান দিয়েই বাড়িতে তৈরি করা যায় বিভিন্ন প্যাক।

টক দই আর মধু- দু’চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর যেসব জায়গায় ট্যান রয়েছে সেখানে লাগিয়ে দিন। মিনিট ১৫ রেখে পরিষ্কার ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। টক দই মরা কোষ ঝরাতে সাহায্য করে। অন্যদিকে মধুতে থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এই দুইয়ের মিশেলে সাতদিনেই আপনার ট্যান হবে ফিকে।

অ্যালোভেরা জেল- ত্বকের হাজার সমস্যার একমাত্র দাওয়াই অ্যালোভেরা। এই অ্যালোভেরা জেল যেসব জায়গায় ট্যান পড়েছে সেখানে লাগালে হাতেনাতে ফল পেতে বাধ্য। স্নানের আগে পুরু করে ট্যানের জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। সাতদিন নিয়ম করে অ্যালোভেরা জেল মাখলে ট্যান দূর হবেই।

নারকেলের দুধ- এই উপকরণ ত্বককে আর্দ্র রাখে। তার পাশাপাশি নারকেলের দুধে থাকা ভিটামিন সি ট্যান দূর করতে সাহায্য করে। মূলত মুখের ট্যান তুলতে দারুণ ভাবে কাজে লাগে নারকেলের দুধ। তুলোয় ভিজিয়ে সারা মুখে নারকেলের দুধ দিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। সাতদিন নিয়ম মেনে এটা করলে উপকার পাবেনই।

কাঁচা দুধ আর কেসর- দুধ এমনিতেই খুব ভাল ক্লেনজারের কাজ করে। আর কেসর ত্বকের জন্য যে উপকারি এবং ত্বকের পরিচর্যায় প্রয়োজনীয় উপকরণ সে কথা তো সকলেরই জানা। তাই দুধ আর কেসর একসঙ্গে মিশিয়ে লাগালে ত্বকের আরও উপকার হবে। এই দুধ-কেসরের মিশ্রণও মুখের ট্যান তোলার জন্য বিশেষ ভাবে উপকারি। তুলোর সাহায্যে মুখে লাগিয়ে নিন এই প্যাক। তারপর মিনিট ১৫ রেখে হাল্কা গরম জলে মুখ ধুয়ে নিতে হবে। সাতদিন টানা এটা করতে পারলে ত্বকের জেল্লা ফিরতে বাধ্য।

মুখ ছাড়াও হাতে-পায়েও ট্যান পড়ে। এইসব ট্যান তোলার জন্য দুধের সর, সামান্য হলুদ গুঁড়ো, অল্প মধু আর সামান্য অলিভ অয়েল মিশিয়ে রোজ লাগালে উপকার পাবেন। কাঁচা দুধের সঙ্গে হলুদ কিংবা হলুদ আর মধু, অথবা পাতিলেবুর রস আর মধু মিশিয়ে লাগালেও হাত-পায়ের ট্যান দূর হয়।

আরও পড়ুন- Skin Care Tips: মুখে স্ক্রাব করার সঠিক নিয়ম কী কী? কখনই বা স্ক্রাব করবেন না, জেনে নিন

Next Article