Dry Shampoo: বাজারচলতি ড্রাই শ্যাম্পুতে হতে পারে ক্যানসার, কিন্তু হোমমেডে মিলবে উপকার

Hair Care Tips: শ্যাম্পু করার সময় না থাকলে, এই ড্রাই শ্যাম্পুই আপনার চুলে এনে দিতে পারে ভলিউম। চোখের পলকে আপনি পেয়ে যেতে পারেন ব্রাউন্সি হেয়ার। চুল না ধুয়েও ফ্রেশনেস পেয়ে যাবেন কয়েক মুহূর্তের মধ্যে। কিন্তু বাজারে যে সব ড্রাই শ্যাম্পু পাওয়া যায়, তার ব্যবহার নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

Dry Shampoo: বাজারচলতি ড্রাই শ্যাম্পুতে হতে পারে ক্যানসার, কিন্তু হোমমেডে মিলবে উপকার

| Edited By: megha

Nov 06, 2023 | 12:04 PM

তেল চিটচিটের চুল জটচলদি সমাধান ড্রাই শ্যাম্পু। শ্যাম্পু করার সময় না থাকলে, এই ড্রাই শ্যাম্পুই আপনার চুলে এনে দিতে পারে ভলিউম। চোখের পলকে আপনি পেয়ে যেতে পারেন ব্রাউন্সি হেয়ার। চুল না ধুয়েও ফ্রেশনেস পেয়ে যাবেন কয়েক মুহূর্তের মধ্যে। কিন্তু বাজারে যে সব ড্রাই শ্যাম্পু পাওয়া যায়, তার ব্যবহার নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। ড্রাই শ্যাম্পু ব্যবহারে স্ক্যাল্পে র‍্যাশ বেরোতে পারে। চুলকানি, অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে, প্রদাহ দেখা দেয়। ড্রাই শ্যাম্পু চুলকে পরিষ্কার করে না। বরং, এটি ব্যবহারে স্ক্যাল্পে ধুলোবালি, তেল, মৃত কোষ জমতে থাকে। এমনকি ড্রাই শ্যাম্পু ব্যবহারে শ্বাসজনিত সমস্যা ও ক্যানসারের ঝুঁকি বাড়ে।

বাজারচলতি ড্রাই শ্যাম্পু মোটেই চুল ও স্বাস্থ্যের জন্য ভাল নয়। কিন্তু সামনেই শীতকাল আসছে। রোজ সকালে কাজে বেরোনোর আগে শ্যাম্পু করা সম্ভব নয়। এক্ষেত্রে কাজে আসতে পারে বাড়ির তৈরি ড্রাই শ্যাম্পু। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ড্রাই শ্যাম্পু চুল বা স্ক্যাল্পের কোনও ক্ষতি করে না। বরং, স্ক্যাল্পের চিটচিটে ভাব থেকে মুক্তি দেয়। বাড়িতে কীভাবে এই ড্রাই শ্যাম্পু তৈরি করবেন, রইল টিপস।

ড্রাই শ্যাম্পু তৈরি করবেন যেভাবে:

১/৪ কাপ অ্যারারুট পাউডার বা কর্ন‌স্টার্চ, ১-২ চামচ কোকো পাউডার কিংবা দারুচিনির গুঁড়ো, ৫-১০ ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল নিন। রোজ়মেরি, টি ট্রি বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে পারেন। একটি পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি এয়ার টাইট কাচের শিশিতে ঢেলে দিন। এই ড্রাই শ্যাম্পুতে কোনও প্রিজ়ারভেটিভ নেই। তাই এটি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন যেভাবে:

প্রথমে চুলের জট ছাড়িয়ে নিন। তারপর চুল ভাল করে আঁচড়ে নিন। তারপর সিঁথি ভাল করে নিন। এবার ব্রাশের সাহায্যে হোমমেড ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। এই ড্রাই শ্যাম্পু আপনার স্ক্যাল্পের তেলকে শুষে নেবে। এতে আপনার চুলের চিটচিটে ভাব দূর হয়ে যাবে।