Coffee Face Scrub: রাতে কফির সঙ্গে এই উপকরণ মিশিয়ে মাখলেই সোনার মত চমকাবে ত্বক

Night Skin Care: মাত্র ২ টাকার কফি পাউচ হলেই চলবে। এই দুটার একটা প্যাকেট কফি, নারকেল তেল, একটু মধু, লেবুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে, পিঠে আর যেখানে ট্যান পড়েছে সেই অংশে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে

Coffee Face Scrub: রাতে কফির সঙ্গে এই উপকরণ মিশিয়ে মাখলেই সোনার মত চমকাবে ত্বক
ত্বকের যত্ন নিন

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 22, 2023 | 9:30 AM

গরমে, চটচটে ঘামে আর ভ্যাপসা আবহাওয়াতে ত্বকের অবস্থা দফারফা। যতই বাড়ি থেকে জেল, সানস্ক্রিন লাগিয়ে বেরনো হোক না কেন বাড়ি ফিরলে মুখ সেই ঝুল-কালিই হয়ে থাকে। শত ফেসওয়াশ, বিবি ক্রিম তা ঢাকতে পারে না। বরং দিনের পর দিন ত্বকে রাসায়নিক প্রয়োগ করলে ত্বক অনেক বেশি রুক্ষ্ম হয়ে যায়। ত্বক যত বেশি রুক্ষ্ম হবে তত তাড়াতাড়ি ত্বক শুকিয়ে যাবে। ত্বকের বয়স বেড়ে যায়। যদি এখন সমুদ্রের ধার থেকে ঘুরে আসেন তাহলে তো কথাই নেই। গায়ে হাতে-পায়ে ট্যান পড়তে বাধ্য। আর তাই ট্যান তুলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন দুর্দান্ত এই কফি স্ক্রাব। এতে ত্বকের চকচকে ভাব যেমন বজায় থাকবে ঠিক তেমনই ত্বক নিজের পুষ্টিও পাবে।

সব সময় খরচা করে ফেসিয়াল করে কিংবা ট্যান রিমুভ ফেসিয়াল করে লাভ হয় না। এতে খরচা হয় অনেক বেশি। আর অতিরিক্ত রাসায়নিকে ত্বকের অনেক বেশি ক্ষতিও হয়। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই ডি-ট্যান স্ক্রাব। আজ রাতে এই স্ক্রাব করলে কাল সকালেই মুখ চকচক করবে। দেখে নিন কী ভাবে বানাবেন।

মাত্র ২ টাকার কফি পাউচ হলেই চলবে। এই দুটার একটা প্যাকেট কফি, নারকেল তেল, একটু মধু, লেবুর রস আর চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে, পিঠে আর যেখানে ট্যান পড়েছে সেই অংশে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এবার তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু দিন যদি এই কফির ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন তাহলে মুখের যাবতীয় কালো দাগ, ময়লা উঠে আসবে আর ত্বক অনেক বেশি চকচক করবে। একদম ফেসিয়ালের এফেক্ট পাবেন। তাই সস্তায় কফির এই প্যাক বানিয়ে নাগিয়ে নিন মুখে। রাতে বাড়ি ফিরে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে তবেই মুখে লাগাবেন।