Cuticle Oil: শীত পড়তেই শুকিয়ে যাচ্ছে নখের চামড়া? এই ভাবে বাড়িতে বানিয়ে নিন কিউটিকল অয়েল

Nail Care Tips: যারা সব সময় নেলপলিশ পরে, রিমুভার ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়। এক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কিউটিকল অয়েল

Cuticle Oil: শীত পড়তেই শুকিয়ে যাচ্ছে নখের চামড়া? এই ভাবে বাড়িতে বানিয়ে নিন কিউটিকল অয়েল
এই ভাবে শীতে যত্ন নিন নোখের

| Edited By: রেশমী প্রামাণিক

Nov 11, 2022 | 6:12 PM

শীত পড়তেই টান পড়তে শুরু করেছে চামড়ায়। চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে, পায়ের পাতা ফাটছে, ঠোঁট ফাটছে। তেল, লোশন না মাখলে ঠিক যেন স্বস্তি লাগে না। ঠাণ্ডা বাতাসের প্রভাবে যেমন ত্বক শুষ্ক হয়ে যায় তেমনই কমে যায় তার জৌলুষও। এছাড়াও রোজকার দূষণের প্রভাব। যাঁরা বাড়ির বাইরে বেশি বেরোন তাঁদের ত্বক সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের পাশাপাশি টান পড়ে নখের পাশের চামড়াতেও। এই চামড়া শক্ত হয়ে যায়। শুকিয়ে যায়। ফলে একরকম অস্বস্তি থেকেই অনেকে তা দাঁত দিয়ে তুলে ফেলেন। এর ফলে সেই জায়গায় ক্ষত তৈরি হয়। রক্ত পড়ে। এমনকী সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনাও থেকে যায়। এই সমস্যা মেয়েদেরই বেশি হয়।

ত্বকের চামড়া ওঠার পাশাপাশি বাসন মাজা, ঘরের অন্যান্য কাজ করার ফলে তাতেও ত্বকের ক্ষতি হয়। যারা সব সময় নেলপলিশ পরে, রিমুভার ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়। এক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কিউটিকল অয়েল। কারণ নখের চারপাশের চামড়া এভাবে উঠে থাকলে দেখতে মোটেও ভাল লাগে না। এছাড়াও চামড়া তুলতে তুলতে সেই জায়গায় একটা গভীর ক্ষতও তৈরি হয়। আর তাই সারা শীতকাল জুড়ে ত্বকের চারপাশে লাগান এই কিউটিকল অয়েল। আর তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

যে ভাবে বানিয়ে নেবেন এই অয়েল- 

৪ চামচ জোজোবা অয়েল

৪ চামচ ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল

৩ চামচ অ্যাভোকাডো অয়েল

৪ চামচ গ্রেপসিড অয়েল

৩ চামচ পছন্দমতো এসেনশিয়াল অয়েল

যে ভাবে বানাবেন 

এই সব রকম তেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তবে আলোর মধ্যে তা রাখবেন না। এবার কাঁচের বোতলের মধ্যে তা যত্ন করে রেখে দিন। রাতে হাত ভাল করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে ওর মধ্যে ড্রপারে করে এই কিউটিকল অয়েল ফেলে দিন। এবার তা ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। দিনের মধ্যে ২ বার লাগাতে পারেন। এছাড়াও পুরো শীতকাল জুড়ে রোজ রাতে লাগাতে পারলে খুবই ভাল।