AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Navami Skin Care Tips: নবমীতে ভারী সাজবেন? মেকআপ শুরুর আগে যে ৫ উপায়ে ত্বকের যত্ন নেবেন

Before Makeup Skin Care: সিংহভাগ বঙ্গনারী নবমীর দিন জমকালো সাজ পছন্দ করেন। আর সেখানে ভারী মেকআপ না করলে মুখ ফ্যাকাশে দেখায়। কিন্তু জমকালো সাজ আর ভারী মেকআপের মাঝে ত্বকের যত্ন নিতে ভুলে গেলেই মুশকিল। মেকআপ শুরুর আগে ত্বকের খেয়াল রাখুন।

Navami Skin Care Tips: নবমীতে ভারী সাজবেন? মেকআপ শুরুর আগে যে ৫ উপায়ে ত্বকের যত্ন নেবেন
| Edited By: | Updated on: Oct 23, 2023 | 9:00 AM
Share

নবমীর সাজ পুজোর অন্যান্য দিনের তুলনায় একদম আলাদা হয়। সিংহভাগ বঙ্গনারী নবমীর দিন জমকালো সাজ পছন্দ করেন। আর সেখানে ভারী মেকআপ না করলে মুখ ফ্যাকাশে দেখায়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, আমাদের মুখ ক্যানভাসের মতো। তাতে আপনি যেমন রং দিয়ে সাজাবেন, তেমনই ফুটে উঠবে। কিন্তু জমকালো সাজ আর ভারী মেকআপের মাঝে ত্বকের যত্ন নিতে ভুলে গেলেই মুশকিল। এমনিও পুজোর কয়েকদিন সকাল-বিকাল সাজছেন। মেকআপ করছেন। আর যখন নবমীতে সাজার পরিকল্পনা করছেন, তখন আগে ত্বকের খেয়াল দরকার। মেকআপ করার আগে কীভাবে ত্বক প্রস্তুতি করে নেবেন, রইল সহজ টিপস।

ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার

মেকআপ শুরুর প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করে নেওয়া। তাই এমন ফেসওয়াশ বেছে নিন, যা আপনার ত্বকে জমে থাকা ধুলোবালি, তেলের পাশাপাশি মরা কোষও পরিষ্কার করে দেবে। পুজোয় ঘন ঘন মেকআপ করার কারণে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস তৈরি হতে পারে। এগুলো পরিষ্কার করার জন্য মাইক্রোগ্র্যানিউলস যুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের দীপ্তি বাড়বে।

বরফ ঘষে নিন

মুখ ধোয়ার সময় ত্বকের রোমকূপগুলো খুলে যায়। সেগুলো সঙ্কুচিত না করলে মেকআপ ত্বকে ঠিকমতো বসে না। রোমকূপগুলো সঙ্কুচিত করার জন্য মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নিন। বরফ ত্বকের রক্ত সঞ্চালনও বাড়িয়ে তোলে। আর পুজোয় যে চারদিন প্যান্ডেল হপিং করে ত্বকে ক্লান্তভাব এসেছিল, সেটাও কেটে যাবে এই টোটকার মাধ্যমে

হাইড্রেটিং ময়শ্চারাইজ়ার মাখুন

মেকআপ করার আগে ত্বকের আর্দ্রভাব বজায় রাখা বেশি জরুরি। এক্ষেত্রে ভিটামিন সি যুক্ত হাইড্রেটিং ময়শ্চারাইজ়ার মাখতে পারেন। ময়শ্চারাইজ়ড ত্বকে ফাউন্ডেশন খুব ভাল করে ব্লেন্ড হয়। তাই এই স্টেপ ভুলে গেলে চলবে না।

প্রাইমারই শেষ কথা

ত্বক প্রস্তুতির পাশাপাশি মেকআপ দীর্ঘস্থায়ী করাও জরুরি। আপনার ত্বক থেকে যদি তেল নিঃসরণ হয় কিংবা ঘাম হয়, তাহলে ঠাকুর দেখতে বেরোনোর আগেই মেকআপ উঠে যাবে। তাই মুখে ময়শ্চারাইজ়ার মাখার পরেই প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার আপনার মেকআপকে দীর্ঘ স্থায়ী করবে এবং উন্মুক্ত রোমকূপগুলো সঙ্কুচিত করবে। পাশাপাশি এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে একটা ম্যাট ফিনিশ লুক প্রদান করবে।

ঠোঁটের যত্ন

ত্বকের পাশাপাশি ঠোঁটেরও খেয়াল রাখুন। মুখ ধোয়ার সময় চিনি ও লেবুর রস দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন। এরপর ঠোঁটেও লিপ প্রাইমার ও লিপ বাম লাগান। মেকআপ শেষে লিপস্টিক পরুন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি শুষ্ক ঠোঁট ও ঠোঁট ফাটার সমস্যা সহজেই এড়ানো যাবে।