মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চাইলে কী কী করবেন?

স্বরলিপি ভট্টাচার্য |

May 30, 2021 | 8:35 PM

যখন মেহেন্দি উঠতে শুরু করে, তখন হাত বা পায়ের চেহারা একটু অন্যরকম হয়ে যায়। কারণ একবারে পুরো মেহেন্দি ওঠে না। কিছুটা ওঠে, কিছু রং ত্বকে লেগে থাকে বলে দেখতে ভাল লাগে না।

মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চাইলে কী কী করবেন?

Follow Us

উৎসব, অনুষ্ঠানে মেহেন্দি পরতে অনেকেই ভালবাসেন। তা দেখতেও ভাল লাগে। কিন্তু তারপর যখন মেহেন্দি উঠতে শুরু করে, তখন হাত বা পায়ের চেহারা একটু অন্যরকম হয়ে যায়। কারণ একবারে পুরো মেহেন্দি ওঠে না। কিছুটা ওঠে, কিছু রং ত্বকে লেগে থাকে বলে দেখতে ভাল লাগে না। সে কারণেই মেহেন্দি দ্রুত তুলে ফেলতে চান অনেকেই। কীভাবে তুলবেন, তারই সাজেশন দেওয়া চেষ্টা করলাম আমরা।

১) ভাল মানের ব্লিচ ব্যবহার করুন। হাত বা পায়ের যে অংশে মেহেন্দি লাগানো রয়েছে, শুধুমাত্র সেই অংশে ব্লিচ করুন। প্রতিদিনও ব্লিচ ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কোয়ালিটির দিকে নজর দিতে হবে।

২) একটি পাত্রে অল্প পরিমাণে বেকিং সোডা নিন। সঙ্গে পাতিলেবুর রস। ভাল করে মিশিয়ে সেই মিশ্রণ মেহেন্দির উপর লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট শুকিয়ে যাওয়ার সময় দিন। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ত্বক শুষ্ক হয়ে যাবে। ফলে মিশ্রণ ধুয়ে ফেলার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন।

৩) হ্যান্ড ওয়াশ দিয়ে বার বার হাত ধুলেও মেহেন্দি উঠে যায়। কিন্তু সেক্ষেত্রেও ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। ফলে হাত ধোওয়ার পরেই ময়শ্চারাইজার ব্যবহার করবেন।

৪) একটি পাত্রে দুই চা চামচ অলিভ অয়েলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মেহেন্দির উপরে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে তিনবার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৫) হালকা গরম জলে একটু নুন দিয়ে দিন। এরপর সেই জলে হাত বা পায়ের যে অংশে মেহেন্দি রয়েছে, তা ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে শুকনো করে মুছে নিন। এই পদ্ধতিও দিনে একাধিকবার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন, দিনে এবং রাতে ত্বকের যত্নে কি একই রুটিন ফলো করবেন?

Next Article