
বর্ষা (Monsoon) আসলেও কমেনি গরম। আর গরম ও বৃষ্টি দুইয়ের কারণে বারোটা বাজছে ত্বকের। ক্রমশ জেল্লা হারাচ্ছে ত্বক। সেই সঙ্গেই ব্রণ, শুষ্কতার সমস্যা তো রয়েছেই। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন।
বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকে। ফলে যাঁদের তৈলাক্ত বা শুষ্ক ত্বক তাঁদের ভোগান্তির শেষ নেই। তবে চিন্তা নেই, ঘরোয়া উপায়ে সঠিক যত্ন নিলেই ত্বকের হারানো জেল্লা ফিরবে। তবে এক্ষেত্রে সবার আগে জানতে হবে আপনার ত্বকের ধরন।
জেনে নিন শুষ্ক ত্বকের যত্ন নেবেন কীভাবে…
ফেস প্যাক:
১.মেই ১০-১৫ টা আমন্ড গুঁড়ো করে নিন। এতে ৩ টেবিল চামচ মধু মিশিয়ে ভাল করে গুলে নিন। এবার তা পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন।
২. এছাড়াও ১ চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু মেশান। এতে আরও মেশান ১ চামচ জোজোবা অয়েল। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট মতো রেখে ধুয়ে নিন।
তৈলাক্ত ত্বকের যত্ন:
১. প্রথমেই একটি পাত্রে ২ টেবিল চামচ ওটসের সঙ্গে সামান্য গোলাপ জল মেশান। এবার এই মিশ্রণটি গুলে নিয়ে স্ক্রাবের মতো করে ব্যবহার করে নিন।
২. এছাড়া ব্যবহার করতে পারেন পাকা পেঁপেও। এটি তৈলাক্ত ত্বকে এক্সফ্লয়েটারের কাজ করে।
সাধারণ ত্বকের যত্ন:
একটি পাত্রে ২ চা চামচ গোলাপ জলের সঙ্গে ৩-৪ ফোঁটা স্ট্রবেরি ও অরেঞ্জ অয়েল মিশিয়ে নিনি। এবার তা আলতো হাতে মুখে লাদিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এরপর হালকা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই কাজ শেষ।