Hair Serum: নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার করেন; এর ভাল-মন্দ কতটুকু জানেন?

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 20, 2022 | 4:44 PM

Hair Care: বিউটি ওয়ার্ল্ডে হেয়ার সিরামের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবু এটি ব্যবহারের আগে বেশ কয়েকটি বিষয় জেনে রাখা দরকার নাহলেই চুলের বারোটা বেজে যেতে পারে।

Hair Serum: নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার করেন; এর ভাল-মন্দ কতটুকু জানেন?

Follow Us

চুলের যত্ন না নিলে খুব স্বাভাবিকভাবে তা নষ্ট হয়ে যাবে। প্রথমত, চুল তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলবে। রুক্ষ, শুষ্ক হয়ে উঠবে। পাশাপাশি খুশকির সমস্যা বাড়বে এবং চুল পড়তে শুরু করবে। কিন্তু চুলের যত্ন নেওয়ার অর্থ এই নয় যে আপনাকে প্রতি মাসে পার্লারে গিয়ে হাজার খানেক টাকা খরচ করতে হবে। নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার এবং তেল মালিশ করলেই চুলের সৌন্দর্য বজায় রাখা যায়। আর এই কয়েকটি পণ্যের সঙ্গে যদি হেয়ার সিরামকেও রেখে দিন তাহলেই আপনার কেশবতী হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়ে যাবে।

স্ক্যাল্প ও চুল পরিষ্কার করতে নিয়মিত শ্যাম্পু করা প্রয়োজন। শ্যাম্পু করার পর কন্ডিশনারও ব্যবহার করতে হয়। এতে চুল উপর একটি আস্তরণ পড়ে যা চুলকে সুরক্ষা প্রদান করে। কিন্তু এতে চুলের ফ্রিজিনেস কিংবা হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় না। এই কাজটা করার জন্য আপনাকে হেয়ার সিরামের সাহায্য নিতে হবে। নিস্প্রাণ চুলে তাৎক্ষণিক উজ্জ্বলতা পেতে শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন হেয়ার সিরাম।

বিউটি ওয়ার্ল্ডে হেয়ার সিরামের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শ্যাম্পু করার পর হেয়ার সিরাম ব্যবহার করলে চুলে আসে উজ্জ্বলতা। তাৎক্ষণিকভাবে চুল হয়ে ওঠে মসৃণ। তাছাড়া শ্যাম্পু করার পর অনেকের চুলে জট পড়ে যায়। তখন চুল আঁচড়ালে মাথায় টান লাগে এবং চুল ছিঁড়ে যায়। কিন্তু আপনি যদি ভিজে চুলে হেয়ার সিরাম ব্যবহার করেন, তাহলে এই সমস্যার সম্মুখীন আপনাকে কোনও দিন হতে হবে না।

সাধারণত হেয়ার সিরাম তেলের আকারে পাওয়া যায়। এর এক-দু ফোঁটাই চুলের জন্য যথেষ্ট। অতিরিক্ত পরিমাণে হেয়ার সিরাম ব্যবহার করলে চুলে চিটচিটে ভাব দেখা দেয়। একইভাবে ভুলেও স্ক্যাল্পে হেয়ার সিরাম ব্যবহার করবেন না। শুধুমাত্র চুলে ব্যবহার করুন। অতিরিক্ত পরিমাণ সিরামের ব্যবহার এবং স্ক্যাল্পে সিরামের ব্যবহার কিন্তু আপনার চুলের বারোটা বাজিয়ে দিতে পারে। তাই এই বিষয়ে যত্ন নিয়ে সিরাম ব্যবহার  করুন।

এখন শেক অ্যান্ড স্প্রে হেয়ার সিরামও বাজারে উপলব্ধ। এই হেয়ার সিরাম সহজেই চুলের ফ্রিজিনেস দূর করে এবং এটি আপনি শুকনো চুলের উপরও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি শ্যাম্পু করা না থাকলেও যে কোনও সময় চুলে লাগিয়ে নিতে পারবেন এই সিরাম। মিনিটের মধ্যে আপনার চুলে ভলিউম চলে আসবে। পাশাপাশি চুলে স্টাইল করার সময় বা কোনও টুল ব্যবহার করার আগে এই সিরাম স্প্রে করে নিন। সিরাম আপনার চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।

Next Article