Tea for Grey Hair: পাকা চুল কুচকুচে কালো হবে যদি এই ৪ উপায়ে ব্যবহার করেন লিকার চা

TV9 Bangla Digital | Edited By: megha

Jun 14, 2023 | 11:38 AM

Natural Remedies for Grey Hair: এবার হেনার বদলে বেছে নিন চা। হ্যাঁ, ঠিকই পড়লেন। এক কাপ চায়ের গুণে আপনি চটজলদি ফিরে পেতে পারেন কালো কুচকুচে চুল। পাশাপাশি আপনি যদি প্রথম থেকেই পাকা চুলের সমস্যাকে প্রতিরোধ করতে চান, তাহলে এখনই চুলের যত্নে চায়ের ব্যবহার শুরু করুন।

Tea for Grey Hair: পাকা চুল কুচকুচে কালো হবে যদি এই ৪ উপায়ে ব্যবহার করেন লিকার চা

Follow Us

বারবার চুলে রং করানোর পরও পাকা চুলের সমস্যা থেকে নিস্তার মেলে না। সাময়িকভাবে, সাদা চুলের হাত থেকে রেহাই পেলে মাস ঘুরতে না ঘুরতে আবার ফিরে আসে ধূসরভাব। এই চুলে রং করাতে গেলেও আপনাকে পার্লারে গিয়ে হাজার খানেক টাকা খসাতে হয়। তাই এমন উপায় বেছে নিতে হবে, যা আপনাকে স্থায়ী সমাধান দেবে তাও বিনা খরচে। সাধারণত বাড়িতে সাদা চুল কালো করতে হেনার সাহায্য নেওয়া হয়। তবে, এবার হেনার বদলে বেছে নিন চা। হ্যাঁ, ঠিকই পড়লেন। এক কাপ চায়ের গুণে আপনি চটজলদি ফিরে পেতে পারেন কালো কুচকুচে চুল। পাশাপাশি আপনি যদি প্রথম থেকেই পাকা চুলের সমস্যাকে প্রতিরোধ করতে চান, তাহলে এখনই চুলের যত্নে চায়ের ব্যবহার শুরু করুন।

চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড রয়েছে। এই যৌগটি আপনার চুলের রংকে ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি পাকা চুলের সমস্যাকে নিমেষে দূর করে দেয় চা। তবে, চুলে চা ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস মাথায় রাখতে হবে। তা হল, আপনাকে ব্ল্যাক টি বা লিকার চা ব্যবহার করতে হবে। অর্থাৎ, এক কাপ জলে চা পাতা ফুটিয়ে নিলেই কাজ শেষ। কিন্তু ধূসর চুলকে কালো করতে কীভাবে এই লিকার চা ব্যবহার করবেন, তা কি জানেন? সেই টিপস রইল আপনার জন্য।

১) চুলের দৈর্ঘ্য অনুযায়ী চা বানিয়ে নিন। তারপর চা ঠান্ডা করে নিন। তারপর এই চা ভাল করে চুলে মাখিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর হালকা গরম জলে চুল ধুয়ে নিন। এটি চুলে কালো চা ব্যবহারের সবচেয়ে সহজ টোটকা।

২) চায়ের মতো কফিও আপনাকে এনে দিতে পারে কুচকুচে কালো চুল। তাই চা বানিয়ে নেওয়া পর তাতে কয়েক চামচ কফির গুঁড়ো গুলে নিন। মিশ্রণটি ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ব্রাশের সাহায্যে চুলে লাগান। কিছুক্ষণ রেখে তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৩) দু-তিনবার ধরে চুলে ঢালুন লিকার চা। কড়া করে লিকার চা বানিয়ে নিন। এবার ভাল করে চা চুলে ঢালুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর আবার বাকি লিকার চা চুলে ঢালুন। এভাবে দু-তিনবার আপনাকে চুলে ১৫-২০ মিনিটের ব্যবধানে লিকার চা প্রয়োগ করতে হবে। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিন।

৪) চা ফোটার সময় জলে এক মুঠো তুলসি পাতা মিশিয়ে দিন। চা ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর এতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এই উপায়েও আপনি পাকা চুলের সমস্যা নিমেষে দূর করতে পারবেন।

Next Article