
বর্ষায় শুধু যে জ্বর, সর্দি-কাশি, ডায়ারিয়া, জন্ডিসের সমস্যা দেখা দেয়, তা নয়। ত্বকের নানা সমস্যা দেখা দেয় এই মরশুমে। বৃষ্টির জমা জল, কাদায় ত্বকের উপর র্যাশ, এগজিমার সমস্যা দেখা দেয়। এছাড়াও চুলকানি, দাদের মতোও সমস্যা দেখা দেয় বর্ষায়। এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় লুকিয়ে রয়েছে নিমের মধ্যে।
নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। তাই নিম ব্যবহার করে আপনি ত্বকের যে কোনও সংক্রমণ রুখে দিতে পারেন। বর্ষায় হওয়া ত্বকের সমস্যা ছাড়াও ব্রণ, র্যাশ, ব্ল্যাকহেডস, বলিরেখা ইত্যাদি প্রতিরোধ করতেও কার্যকর ভূমিকা পালন করে নিম। এছাড়াও ক্ষত নিরাময় করতেও সাহায্য নিম।
ত্বকের উপর নিমপাতা বেটে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। বর্ষায় ত্বকের সমস্যা এড়াতে নিম জলের স্নান করতে পারেন। আপনি স্নানের জলে নিমপাতা ফুটিয়ে সেই জল মিশিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন নিমের তেল।
নিম তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, সি এবং ই রয়েছে। নিম তেল ত্বককে যে কোনও ধরনের ক্ষয়ের হাত রক্ষা করে। তাছাড়া নিম তেল ব্যবহার করলে ত্বকের কোলাজেন নামের প্রোটিন বৃদ্ধি পায়। এতে ত্বকের বার্ধক্য আপনার ধারে কাছে ঘেঁষবে না। তৈলাক্ত ত্বকে তেল নিঃসরণও নিয়ন্ত্রণ করে নিম তেল। এছাড়া ডার্ক সার্কেলও দূর করে দেয় এই তেল। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসও দূর করতে সাহায্য করে এই তেল।
ত্বকের উপর নিম তেল প্রয়োগ করলে, ত্বকের উপরিতলে থাকা সমস্ত ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। তাছাড়া নিম তেলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। তাই আপনি ২ সপ্তাহ রোজ নিম তেল ব্যবহার করেন, তাহলে আপনার ব্রণর সমস্যা ধীরে-ধীরে কমে যাবে। পাশাপাশি ওপেন পোরসের সমস্যাও কমে যাবে। কিন্তু অনেকেই জানেন না যে, নিম তেল ত্বকের উপর কীভাবে ব্যবহার করবেন? রইল সেই টিপস।
ত্বকের উপর যেভাবে নিম তেল ব্যবহার করবেন-
প্রথমে ত্বক ভাল করে পরিষ্কার করে নিন। ত্বক পরিষ্কার করতে হালকা ক্লিনজার ব্যবহার করুন। এবার ১-৩ ফোঁটা নিম তেল নিন। এর সঙ্গে আমন্ড তেল বা জোজোবা তেল মিশিয়ে নিন। এবার এই তেলের মধ্যে তুলোর বল ডুবিয়ে মুখে বুলিয়ে নিন। এরপর আঙুলের সাহায্যে মুখে তেল মালিশ করুন। ত্বকে তেল সম্পূর্ণরূপে শুষে যাওয়া পর্যন্ত মালিশ করুন। এই অবস্থায় রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া আপনি ১৫-২০ মিনির পরও মুখ ধুয়ে নিতে পারেন।