তুলসিকে একাধিক কাজে ব্যবহার করা যায়। শুধুমাত্র পুজোতেই নয় শরীর ঠিক রাখতে, ত্বকের পরিচর্যায় একাধিক কাজে ব্যবহার করা যায় এই তুলসি পাতা। হাজার হাজার বছর ধরে ভারতে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে ব্যবহার করা হচ্ছে তুলসি পাতা। ওষধি গুণে ভরপুর এই পাতা শুধুমাত্র শরীরের জন্য নয়, ত্বকের জন্যেও কিন্তু উপকারী। তুলসির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল, যা ত্বকের যে কোনও সংক্রমণ দূরে রাখতে সাহায্য করে। মাথা ধরে থাকলে তুলসি পাতা জলে ফেলে ফুটিয়ে ভাপ নিলেও কাজে দেয়। গলা খুশখুশ করলেও কাজে আসে এই টোটকা। এছাড়াও তুলসি পাতা জলে ফেলে চা বানিয়ে খান। এতেও অনেক উপকার হবে।
ব্রণ সারাতেও কাজে আসে তুলসি পাতা। তুলসি পাতা আর নিম পাতা ভাল করে ধুয়ে নিন। এবার তা জলে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে এই পাতা একসঙ্গে বেটে এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ভাবে রোজ সকালে মুখ পরিষ্কার করলে সাতদিনের মধ্যে ব্রণর সমস্যা কমে যাবে।
তুলসি পাতা, ওটস, মধু আর হলুদ একসঙ্গে পিষে নিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ৫ মিনিট মত। শুকিয়ে এলে ১৫ মিনিট পর ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। তবে সপ্তাহে তিনদিনের বেশি এই স্ক্রাব ব্যবহার করবেন না।
মুখের থেকে কালো দাগছোপ দূর করতেও কাজে আসে তুলসি পাতা। কাঁচা হলুদ, মধু আর তুলসি পাতা নিয়মিত ভাবে বেটে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। কাজ হবেই।
তুলসি পাতা জলে দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই জল ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জল স্প্রে করুন মুখে।