Hairfall Tips: চুল পড়ার সমস্যা? বাজারচলতি শ্যাম্পুর পরিবর্তে ভরসা রাখুন দিদা- ঠাকুমাদের প্রাচীন টোটকাতেই

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 10, 2021 | 9:50 PM

Shampoo: রিঠা, আমলা, শিকাকাই দিয়ে বাড়িতেই বানিয়ে নিন শ্যাম্পু। দরকার পড়বে না কন্ডিশনারের

Hairfall Tips: চুল পড়ার সমস্যা? বাজারচলতি শ্যাম্পুর পরিবর্তে ভরসা রাখুন দিদা- ঠাকুমাদের প্রাচীন টোটকাতেই
আমলা শিকাকাই দিয়েই বানিয়ে নিন শ্যাম্পু

Follow Us

আজকাল সকলেরই যাবতীয় অভিযোগ চুল নিয়ে। স্পা থেকে কেরাটিন ট্রিটমেন্ট- এত সব কিছুর পরও কিন্তু থেকে যাচ্ছে সমস্যা। কোনও ভাবেই হচ্ছে না সমস্যার সম্পূর্ণ সমাধান। এছাড়াও বাজার চলতি শ্যাম্পু, ক্রিম, কন্ডিশনার, তেল এসব কিছু তো আছেই। দূষণ , অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, স্ট্রেস এই সব কিছুই কিন্তু হেয়ার ফলের অন্যতম কারণ। এছাড়াও হরমোন জনিত সমস্যার কারণেও কিন্তু হেয়ার ফল হয়। বহুদিন ধরেো কোনও সমস্যায় ভুগলে কিংবা ক্রনিক কোন রোগ শরীরে বাসা বাঁধলে সেখান থেকেও আসতে পারে এই সমস্যা।

চুলের যত্নে মা-ঠাকুমাদের ভরসা ছিল আমলা-রিঠা, শিকাকাই। তাঁরা কিন্তু তখন এত শ্যাম্পুও ব্যবহার করতেন না। সেই সঙ্গে মাথায় সাবান দিতেন মাসে একতবার। কিন্তু তাতেও তাঁদের একরাশ কালো লম্বা চুল ছিল। অকালে চুল পেকেও যেত না। আর চুলের যত্নে যুগ-যুগ ধরে ব্যবহার চলে আসছে আমলা, রিঠা আর শিকাকাইয়ের। আর এই রিঠা, শিকাকাই দিয়ে শ্যাম্পু বানিয়ে নিন আপনিও। ব্যাবহার করলে ফল নিশ্চয় পাবেন।

চুলের যে যে সমস্যার সম্মুখীন হই আমরা

অকালে চুল পড়ে যাওয়া

বয়সের আগেই চুলে পাক ধরা

চুল পাতলা হয়ে যাওয়া

খুশকির সমস্যা

চুল রুক্ষ্ম হয়ে যাওয়া

এই সবকটি সমস্যাতেই কিন্তু খুব ভালো কাজ করে রিঠা-শিকাকাই-আমলা। আমলার উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে চুলের কোশকে রক্ষা করে। ভেতর থেকে বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও যে কোনও রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করে আমলা।

রিঠা হল একরকম ফল। যে কোনও দশকর্মার দোকানেই আপনি তা পেয়ে যাবেন। এই রিঠা কিন্তু চুলের জন্য বেশ ভাল। এছাড়াও চুলের মধ্যে আছে আয়রন। আমরা সকলেই জানি যে আয়রন চুলের জন্য কতটা উপকারি।

চুলের জন্য প্রয়োজন পুষ্টি। আর সেটা যোগায় শিকাকাই । কারণ, এতে আছে ভিটামিন সি। শিকাকাইকে ইংরিজিতে বলা হয় Acacia Concinna। এছাড়াও শিকাকাই এর অনেক ওষুধি গুণও রয়েছে। খুশকির জন্য কিন্তু বেশ ভাল কাজ করে শিকাকাই। শিকাকাই চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশনিংও করে।

এই আমলা, রিঠা ও শিকাকাই একসঙ্গে ব্যবহার করলে তা চুলের জন্য সবচেয়ে ভাল। সেই সঙ্গে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যে কোনও বয়সের যে কোনও কেউ কিন্তু এই শ্যাম্পু বানিয়ে ব্যবহার করতে পারেন।

যে ভাবে ব্যবহার করবেন আমলা, রিঠা ও শিকাকাই

আমলা, রিঠা ও শিকাকাই মূলত দুই ভাবে ব্যবহার করা যায়। এই তিনটে উপাদানই বাজারে কিনতে পাওয়া যায়। সেগুলি কিনে এনে সারা রাত ভিজিয়ে তার কাথ ব্যবহার করতে পারেন বা জুস হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এখন আমলা, রিঠা ও শিকাকাইয়ের পাউডারও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অনুপাত হবে ১:১:১ অর্থাৎ এই অনুপাতে আপনাকে তিনটি মেশাতে হবে। বাড়িতে মূলত তিন ভাবে এর ব্যবহার করতে পারেন। আমলা, রিঠা ও শিকাকাইয়ের টনিক, শ্যাম্পু ও ক্লিনজার এই তিনটি বানিয়ে নিতে পারেন।

প্রতিদিন আমলা তেল মলিশ করলে কিন্তু রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সেই সঙ্গে চুলের গোড়া শক্ত হয়। চুল কম পড়ে। এছাড়াও আমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লচুলের গোড়া ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

Next Article