ভাবছেন স্যালাদের জন্য তেল (Oil) ব্যবহার করা হয়, সেই তেল আবার মাথায় ও গায়ে মাখা কি নিরাপদ? অ্যাভোকাডো খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা আগেই প্রচুর কথা শুনেছি। স্যালাদ, সালসার সঙ্গে অ্যাভোকাডো টোস্ট থেকে শুরু করে বাড়িতেই নাচোসের সঙ্গে গুয়াকামোল, সবেতেই অ্যাভোকাডোর (Avacado) মত সুপারফুডের নিয়মিত খাওয়ার উপকারিতা রয়েছে। গত কয়েক বছর ধরে বিশেষজ্ঞরা প্রত্যেককে প্রতিদিন অলিভ অয়েল (Avacado Oil) ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছিলেন। তবে এবার অলিভ অয়েলের পাশাপাশি অ্যাভোকাডো তেলের ব্যবহারের কথাও উঠে আসছে। বলা যেতে পা565918রে, অলিভ অয়েলের পরিবর্তে অ্যাভোকাডো তেলের ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ। চুলের শিকড়কে পুষ্ট ও মজবুত করে তুলতে, পায়ের ত্বকের শুষ্কতা দূর করতে অ্যাভোকাডে তেলের সুবিধা ও গুণের কথা বলে শেষ করা যাবে না।
ত্বক ও চুলের জন্য অ্যাভোকাডোর তেলের ব্যবহারের কী কী সুবিধা রয়েছে, তা দেখে নিন একনজরে…
ত্বকের জন্য অ্যাভোকাডো অয়েলের উপকারিতা
– অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈসিষ্ট্য
– প্রাকৃতিকভাবে শক্তিশালী এবং মসৃণ ত্বক গড়ে তুলতে।
– ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে
– ত্বকে চুলকানির মত অস্বস্তিকর প্রভাব দূর করতে
– শুষ্ক ত্বক নিরাময় করতে
– দারুণ লিপবাম হিসেবে কাজ করে এই দুরন্ত অয়েল
– সূর্যের UV রশ্মির বিরুদ্ধে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
– ত্বকের ছোটখাটো ক্ষতি মেরামত করতে এই তেলের বিকল্প নেই।
চুলের জন্য অ্যাভোকাডো অয়েলের উপকারিতা
– চুল ফ্রিজ হয়ে গেলে তাকে ভলিউম প্রদান করতে সাহায্য করে।
– ঝলমলে ও চককে চুলের জন্য
– মাথার ত্বকে সংক্রমণ কমাতে সাহায্য করে।
– খুশকির কারণে প্রদাহ কমাতে সাহায্য করে
– মাথার ত্বকের পরিচর্চা না করলে নানা সমস্যা তৈরি হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে এই উপকারি তেল ব্যবহার করা প্রয়োজন।
– চুলের আগা ফেটে গেলে তাকে পুষ্ট করতে এই তেল ব্যবহার করতে পারেন।
– স্বাস্থ্যকর চুলের জন্য প্রতিদিন অ্যাভোকাডো তেল প্রয়োগ করতে পারেন।
তবে এখানে বলে রাখা ভাল, নতুন কোনও পণ্য ব্যবহার কার আগে আপনার অ্যালার্জির প্রবণতা তৈরি হচ্ছে কিনা তা নিশ্চিত হয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। তাই কেনার আগে বা ব্যবহারের আগে একটি টেস্ট প্যাচ ব্যবহার করে দেখে নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।