Lemon Peel: রস নয় লেবুর খোসা ঘষলেই মুখ কাঁচের মত চকচক করবে
Lemon Skin Care: ত্বকে বলিরেখা, চামড়া শুকিয়ে যাওয়া আর বয়সের ছাপ রুখতে কাজে লাগে লেবুর খোসা। লেবুর খোসা মুখে ঘষে ঠিক ভাবে শুকিয়ে নিন

ছোট্ট একটা ফল অথচ এর উপকারিতা অনেক। কথায় বলে আসলের থেকে সুদ মিষ্টি। এক্ষেত্রেও ঠিক একই কথা খাটে। লেবু আর লেবুর খোসা ত্বকের যত্নে এই দুটি উপাদানই খুব ভাল কাজ করে। ত্বক পরিষ্কার রাখতে লেবুর জুড়ি মেলা ভার। যাঁদের আবার স্পর্শকাতর ত্বক তাঁদের লেবুর রসে অ্যালার্জি থাকে। তবে অধিকাংশের ক্ষেত্রে এই সমস্যা থাকে না। মুখের ময়লা দূর করতে লেবুর ভূমিকা অনেক। সেই প্রাচীন কাল থেকেই রূপচর্চায় কাজে লাগানো হচ্ছে এই লেবু। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে।
লেবুর মতই লেবুর খোসাতেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে ঠাকুরের বাসন মাজতে, দাগ-ছোপ তুলতে ব্যবহার করা হয় লেবুর খোসা। ত্বকের হাইপারপিগমেন্টেশন দূর করতেও কাজে আসে লেবুর খোসা। নিয়মিত ভাবে লেবুর খোসা ঘষলে ত্বক পরিষ্কার হবেই। ব্রণ রুখতেও কার্যকরী এই লেবুর খোসা। লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে তা ব্রণ রুখতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের গ্লো বজায় রাখে।
কীভাবে ব্যবহার করবেন লেবুর খোসা
একটি বাটিতে আলে লেবুর রস পুরো বের করে নিন। এবার এর মধ্যে একটু মধু আর লেবুর খোসা গ্রেট করে মিশিয়ে নিন। এবার তা মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। গরমকালে ত্বক হাইড্রেট রাখা খুবই জরুরি। সারা দুপুর পরিশ্রমের পর রাতে বাড়ি ফিরে লেবুর খোসা মুখে ঘষলেই অনেকখানি পরিষ্কার হয়ে যাবে।
ত্বকে বলিরেখা, চামড়া শুকিয়ে যাওয়া আর বয়সের ছাপ রুখতে কাজে লাগে লেবুর খোসা। লেবুর খোসা মুখে ঘষে ঠিক ভাবে শুকিয়ে নিন। এবার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলেই কাজ হবে। গরমে ত্বকের এক্সফোলিয়েশন খুব গুরুত্বপূর্ণ। চিনি, অলিভ অয়েল এই লেবুর খোসায় মিশিয়ে মুখে ঘষে নিন। যাবতীয় ময়লা উঠে আসবে এভাবেই।
